সেমিফাইনালে হার লিয়েন্ডারদের, হল না লি-হেশ ফাইনাল

লি-হেশ দ্বৈরথ হল না ফরাসি ওপেনের ফাইনালে। বুধবার সেমিফাইনাল ম্যাচে পোলিশ-মেক্সিকান জুটি ক্লদিয়া জানস-ইগনাসিক ও সান্টিয়াগো গঞ্জালেসের কাছে স্ট্রেট সেটে (৭-৬), (৬-৩) হেরে বিদায় নিলেন বিদায় নিলেন পেজ-ভেসনিনা জুটি।

Updated By: Jun 7, 2012, 08:34 PM IST

লি-হেশ দ্বৈরথ হল না ফরাসি ওপেনের ফাইনালে। বুধবার সেমিফাইনাল ম্যাচে পোলিশ-মেক্সিকান জুটি ক্লদিয়া জানস-ইগনাসিক ও সান্টিয়াগো গঞ্জালেসের কাছে স্ট্রেট সেটে (৭-৬), (৬-৩) হেরে বিদায় নিলেন বিদায় নিলেন পেজ-ভেসনিনা জুটি।
অন্যদিকে প্রথমবারের জন্য ফরাসি ওপেনর ফাইনালে পৌঁছেছেন সপ্তম বাছাই ভূপতি-সানিয়া জুটি। সেমিফাইনালে অবাছাই গালিনা ভস্কোবোয়েভা-ড্যানিয়েল ব্রাকিলি জুটিকে স্ট্রেট সেটে(৬-৩),(৬-২) হারাতে সানিয়ারা সময় নেন ১ ঘণ্টা ১০ মিনিট। এই নিয়ে তৃতীয় বার গ্র্যান্ড স্লাম ফাইনাল খেলবেন ভূপতি-সানিয়া।
সেমিফাইনালে জিতলে ফাইনালে মহেশদের মুখোমুখি হতেন লিয়েন্ডাররা। সেক্ষেত্রে এই নিয়ে দ্বিতীয় বার কোনও গ্রান্ড স্লামের ফাইনালে মহেশ-লিয়েন্ডার দ্বৈরথ দেখার সুযোগ পেত টেনিস বিশ্ব। এর আগে ২০০৯ সালে ইউএস ওপেন ডাবলসে মুখোমুখি হয়েছিলেন লি-হেশ। তবে মিক্সড ডাবলসে এই প্রথম। লিয়েন্ডারের সঙ্গে জুটি বেঁধে ৬টি ও সানিয়ার সঙ্গে একটি গ্র্যান্ড স্লাম জিতেছেন মহেশ।

.