Virat Kohli Turns 36: 'যখনই ওকে...', জন্মদিনে বিরাটের সঙ্গে জুড়লেন বিদেশি সুন্দরী! নেটপাড়ায় দাবানল...

Italian Football Player Trolled After Wishing Virat Kohli On Birthday: বিরাটকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে নেটপাড়ায় চরম ট্রোলড ইতালিয়ান ফুটবলার আগাতা ইসাবেলা সেনটাসো!

Updated By: Nov 5, 2024, 08:56 PM IST
Virat Kohli Turns 36: 'যখনই ওকে...', জন্মদিনে বিরাটের সঙ্গে জুড়লেন বিদেশি সুন্দরী! নেটপাড়ায় দাবানল...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) পর ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় ব্যাটিং সুপারস্টারের নাম বিরাট কোহলি (Virat Kohli)। বিরাট নিজেকে নিয়ে গিয়েছেন গগনচুম্বী উচ্চতায়। সর্বকালের অন্যতম সেরা ব্যাটার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। জনপ্রিয়তার নিরিখে বিশ্বের প্রথমসারির অ্যাথলিটদের মধ্যে বাইশ গজের 'কিং'। আজ ৩৬ বছরে পা দিলেন বিরাট। স্বাভাবিক ভাবেই দেশ-বিদেশের বিভিন্ন মানুষ শুভেচ্ছা জানিয়েছেন বিরাটকে। তালিকায় রয়েছেন ইতালিয়ান সুন্দরী আগাতা ইসাবেলা সেনটাসো (Agata Isabella Centasso)। 

আরও পড়ুন: 'শোনো রাজা, পৃথিবী তোমার...' কোহলির জন্মদিনে আগুনে পেপটক ক্যানসারজয়ী ফাইটারের

কে এই ইসাবেলা? যিনি নিজের পরিচয়পর্বে সোশ্য়াল হ্য়ান্ডেলে লিখেছেন, ইতালিয়ান ফুটবল প্লেয়ার ও ক্রীড়াপ্রেমী। ইসাবেলা তাঁর এক্স হ্য়ান্ডেলে, ভারতীয় দলের জার্সি গায়ে ছবি পোস্ট করে লিখেছেন, 'এক ইতালিয়ান ফ্য়ানের থেকে জন্মদিনের শুভেচ্ছা নিও বিরাট কোহলি। অল দ্য় বেস্ট।' পোস্টের পরেই নেটপাড়ায় ঝড় ওঠে।  নেটিজেনদের কেউ মন্তব্য় করেন যে, সস্তায় জনপ্রিয়তা পেতেই ইসাবেলা এসব করছেন। কারোর মতে তাঁর কোনও ক্রিকেটের জ্ঞানই নেই। কেউ আবার ইসাবেলাকে পোস্ট তুলে নেওয়ার জন্য়ও হুমকি দিয়েছেন। ইসাবেলা বাধ্য হয়ে লিখেছেন, 'যখনই আমি বিরাট কোহলি বা ক্রিকেট নিয়ে কিছু পোস্ট করি, কেউ না কেউ নেতিবাচকতা ছড়াবেই। আমি সত্য়িই বুঝি না, কেন এমন হয়! নমস্তে।'

এক-দুই নয়, পাক্কা ১২ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হেরেছে ভারত। এখানেই শেষ নয়, ২৪ বছর পর ঘরের মাঠে চুনকাম হতে হল টিম ইন্ডিয়াকে। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে, চর্চায় শুধুই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে সিরিজ হার নয়! হতশ্রী পারফরর্ম করে তুমুল সমালোচিত দুই মহারথী বিরাট কোহলি ও রোহিত শর্মা। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৬ ইনিংসে বিরাট করেছেন ৯৩ রান! রোহিতের হাফ ডজন ইনিংসে সংগ্রহ ৯১ রান! মনে করা হচ্ছে আসন্ন অস্ট্রেলিয়ায় সফরে যদি বিরাট-রোহিত বড় রান করতে না পারেন, তাহলে তাঁদের হয়তো টেস্ট ক্রিকেটকে আলবিদা বলতে হবে।

আরও পড়ুন: মিশন মালয়েশিয়ায় মানোলো বাছলেন ২৬, মোহনবাগানের দুই রত্ন ছাড়াও বাদ পড়লেন কারা?
 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.