আইএসএলে সৌরভের দলে অর্ণব, কেভিন। সচিনের দলে মেহতাব

মুম্বই: মঙ্গলবার মুম্বইয়ে আইএসএলের জন্য ভারতীয় ফুটবলারদের ড্রাফটিং হল। ৪২ ফুটবলারকে ড্রাফটিংয়ের মাধ্যমে বেছে নিল আইএসএলের ৬টা ফ্র্যাঞ্চাইজি। 

Updated By: Jul 22, 2014, 06:17 PM IST

মুম্বই: মঙ্গলবার মুম্বইয়ে আইএসএলের জন্য ভারতীয় ফুটবলারদের ড্রাফটিং হল। ৪২ ফুটবলারকে ড্রাফটিংয়ের মাধ্যমে বেছে নিল আইএসএলের ৬টা ফ্র্যাঞ্চাইজি।  প্রথমবার ফুটবলারদের ড্রাফটিয়ের স্বাক্ষী থাকল ভারতীয় ফুটবল। প্রথম আইএসএলের  দামামা বেজে গেল মঙ্গলবার থেকেই।

আগামী আইএসএলে সৌরভের দলের হয়ে খেলতে দেখা যাবে ইস্টবেঙ্গলের দুই ফুটবলার অর্ণব মন্ডল আর কেভিন লোবোকে। গত মরসুমে চার্চিলে খেলা ডেনজিল ফ্র্যাঙ্কোকে দলে নিয়েছে অ্যাটলেটিকো দি কলকাতা। প্রথম দিন ড্রাফটিং মাধ্যমে সাত ফুটবলারকে নিয়েছে সৌরভের দল। দলের অন্যন্য সদস্যরা হলেন বিশ্বজিত সাহা,মহম্মদ রফি,মহম্মদ রফিক আর রাকেশ মাসি।

অন্যদিকে, তারকা মিডফিল্ডার মেহতাব হোসেন খেলবেন সচিনের কেরালা ব্লাস্টার্সের হয়ে। মুম্বই দলের অন্যান্য সদস্যরা হলেন সুশান্ত ম্যাথু,ইসফাক আহমেদ,নির্মল ছেত্রী,সন্দেশ জিঙ্গান,গডউইন ফ্র্যাঙ্কো আর গুরবিন্দর সিং। মুম্বই দলের হয়ে খেলতে দেখা যাবে সুব্রত পাল ,ডিকাকে। নবিও খেলবেন মুম্বই দলে।দিল্লিতে খেলবেন ফ্রান্সিস ফার্নান্ডেজ। পুণে দলে নিয়েছে লেনি রডরিগেজ আর রাভাননকে। আইএসএলের অন্যতম সেরা ডিফেন্ডার গৌরমাঙ্গি খেলবেন বেঙ্গালুরু দলে। বেঙ্গালুরু দল নিয়েছে শিল্টন পাল,খাবরা,জেজে,ধনচন্দ্রের মত তারকা ফুটবলারকে। বাকি আঠাশ ফুটবলারদের নিয়ে বুধবার হবে দ্বিতীয় দফার ড্রাফটিং৷ আর আগস্টের মাঝামাঝি হবে আন্তর্জাতিক ফুটবলারদের ড্রাফটিং।

.