WATCH | Umran Malik: ১৫০ কিমি প্রতি ঘণ্টায় ধেয়ে এল মিসাইল! এরপর যা হওয়ার তাই হল, ভিডিয়ো ভাইরাল

Umran Malik Rattles Devdutt Padikkal's Stumps With 149.2 kmph Delivery: গতবছর আইপিএলে দুরন্ত পারফর্ম করেই শ্রীনগরের বছর বাইশের জোরে বোলার, উমরান মালিক জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন। আইপিএল সিক্সটিনের প্রথম ম্যাচ খেলতে নেমেও খবরে তিনি। 

Updated By: Apr 2, 2023, 09:18 PM IST
WATCH | Umran Malik: ১৫০ কিমি প্রতি ঘণ্টায় ধেয়ে এল মিসাইল! এরপর যা হওয়ার তাই হল, ভিডিয়ো ভাইরাল
উমরান যা করার তাই করলেন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএল সিক্সটিনের (IPL 2023) পাঁচ নম্বর ম্যাচে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস (Sunrisers Hyderabad vs Rajasthan Royals, SRH vs RR)। রবিবাসরীয় ডাবল হেডারের প্রথম ম্যাচে শেষ হাসি হাসে রয়্যালসরাই। ৭২ রানে এই ম্যাচ জিতে নেয় তারা। নিজামের শহর গুঁড়িয়ে রাজকীয় মেজাজে আইপিএল শুরু করল গতবারের রানার্স রয়্যালসরা। হায়দরাবাদ নিজেদের ঘরের মাঠ রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে (Rajiv Gandhi International Stadium, Uppal, Hyderabad) প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল। হায়দরাবাদ হারলেও ফের একবার শিরোনামে উমরান মালিক (Umran Malik)। কারণ অবশ্যই তাঁর এক্সপ্রেস গতি। রাজস্থানের হয়ে চার ব্যাট করতে নামা দেবদত্ত পাড়িক্কল (Devdutt Padikkal) ক্লিন বোল্ড করে দেন 'শ্রীনগর এক্সপ্রেস'। ১৪ ওভারের দ্বিতীয় বলে উমরানের হাত থেকে ধেয়ে আসে ১৪৯.২ কিমি কিমি প্রতি ঘণ্টায় মিসাইল। পাড়িক্কল লাফিয়েও কিছু করতে পারেননি। উমরানের বল ছিটকে দেয় তাঁর উইকেট। উমরান এদিন তিন ওভার বল করে ৩২ রান দিয়েছেন। পেয়েছেন একটি মাত্রই উইকেট। রাজস্থান এদিন প্রথমে ব্যাট করে পাঁচ উইকেট হারিয়ে ২০৩ রান তোলে। জবাবে সানরাইজার্স ১৩১ রানে গুটিয়ে গেল। 

আরও পড়ুনSRH vs RR | IPL 2023: নিজামের শহর গুঁড়িয়ে রাজকীয় মেজাজে আইপিএল শুরু রয়্যালসদের

গতবছর আইপিএলে দুরন্ত পারফর্ম করেন শ্রীনগরের বছর তেইশের জোরে বোলার। 'মিস্টার ১৫০' তকমাও পেয়ে যান তিনি। আইপিএলে আগুন জ্বালিয়েই জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন তিনি। আইপিএল ফিফটিনে একেবারেই মেলে ধরতে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ। তবে বল হাতে বাইশ গজে বিপক্ষের ব্যাটারদের বুঝে নিয়েছিলেন উমরান। তাঁর আগুনে বোলিংয়ের মোকাবিলা করতে সমস্যায় পড়েছেন অনেকেই। ১৪ ম্যাচ থেকে ২২টি উইকেট নেন জম্মু-কাশ্মীরে  বোলারর। গতবছর ভারত নিজেদের ঘরের মাঠে ভারত পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলেছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। সেই সিরিজে উমারন জাতীয় দলে ডাক পেয়েও, ছিলেন রিজার্ভ বেঞ্চেই। কিন্তু বিদেশের মাটিতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয় তাঁর। সানরাইজার্সের জার্সিতে আইপিএলের প্রতি ম্য়াচেই চমকে দিয়েছিলেন তরুণ পেসার উমরান। তাঁর আগুনে পেস ও লাইন লেন্থে মোহিত হয়েছিল বাইশ গজ। ডেইল স্টেইনের শিষ্য ছিলেন আলোচনায়। এবারও তাঁকে নিয়ে চলছে কথা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

 

 

.