Mohammed Shami, IPL 2023: আগুনে ফর্মে ২৩ উইকেট নিয়েও কেন মন খারাপ? শাস্ত্রীকে অকপটে জানালেন শামি
হায়দরাবাদের বিরুদ্ধে শতরান করেছিলেন শুভমন গিল। ৫৮ বলে ১০১ রান করেছিলেন তারকা ওপেনার। তাঁর এই ইনিংস ১৩টি চার ও ১টি ছক্কা দিয়ে সাজানো ছিল। এই ইনিংসে ২২ বলে ৫০ রান পূর্ণ করেন শুভমন। হার্দিকের দলের হয়ে তৃতীয় দ্রুততম অর্ধশতরানের ইনিংস খেলেছেন তিনি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি আইপিএল-এ (IPL 2023) দুরন্ত ফর্মে আছেন। প্রতি ম্যাচেই বাইশ গজে আগুন ঝরাচ্ছেন মহম্মদ শামি (Mohammed Shami)। এখনও পর্যন্ত ১৩টি ম্যাচে ২৩টি উইকেট নিয়ে ফেলেছেন গুজরাত টাইটান্সের (Gujarat Titans) এক নম্বর জোরে বোলার। এরমধ্যে সেরা পারফরম্যান্স দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে। নিয়েছিলেন ১১ রানে ৪ উইকেট। সেই ধারাবাহিকতা বজায় রেখে দাপট দেখিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধেও। গত ম্যাচে ২১ রানে ৪ উইকেট নিয়েছিলেন 'সহেসপুর এক্সপ্রেস'। তবুও শামির মন ভালো নেই। সেটাই ম্যাচের শেষে রবি শাস্ত্রীকে (Ravi Shastri) অকপটে জানিয়ে দিলেন টিম ইন্ডিয়ার (Team India) তারকা পেসার।
কিন্তু কেন মন-মেজাজ খারাপ করে বসেছেন শামি?
ম্যাচ শেষ হওয়ার পরেই শামিকে টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ প্রশ্ন করেন, "কী খাও তুমি?" উত্তরে তারকা জোরে বোলার বলেন, "গুজরাতে আছি। এখানে আমার খাবার পাওয়া যায় না।" বলেই হেসে ফেলেন শামি। হাসেন শাস্ত্রীও।
আইপিএল শেষ হলেই ভারতীয় দল উড়ে যাবে ইংল্যান্ডে। আগামী ৭ জুন ওভালের (The Oval) বাইশ গজে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে বিশ্ব টেস্ট ফাইনালে (ICC World Test Championship Final 2023) নামবে টিম ইন্ডিয়া। এর আগে শামির আগুনে ফর্ম অবশ্যই অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও হেড কোচ রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) স্বস্তি দেবে।
ক্রোড়পতি লিগের প্রায় প্রতি ম্যাচে কীভাবে সাফল্য পাচ্ছেন? সেটাও শাস্ত্রীকে জানিয়েছেন শামি। ভারতীয় দলের কোচ থাকার সুবাদে শাস্ত্রী ভালই জানেন বোলার শামির শক্তি এবং দুর্বলতা। তবু শাস্ত্রী জানতে চান এই সাফল্যের রহস্য। শামি বলেন, "পাওয়ার প্লে চলার সময় লাইন-লেন্থ বজায় রেখে বোলিং কয়ার চেষ্টা করছি। বলটা পিচের সঠিক জায়গায় একটু বেশি জোরে ফেলতে। নিজের শক্তির কথা মাথায় রাখছি। সঠিক লাইনে বল করার চেষ্টা করছি। নতুন বল ভালোভাবে ব্যবহার করার জন্যও একই লাইনে বল রাখছি। এটাই আমাকে সাফল্য দিচ্ছে। উইকেট আগের ম্যাচের মতোই ছিল। মাঝের ওভারগুলোয় মোহিত শর্মা দারুণ বল করেছে। রাশিদ খান এবং নুর আহমেদের কথাও বলব। সবাই ভালো বল করায় সুবিধা হয়েছে।"
এর আগে হায়দরাবাদের বিরুদ্ধে শতরান করেছিলেন শুভমন গিল। ৫৮ বলে ১০১ রান করেছিলেন তারকা ওপেনার। তাঁর এই ইনিংস ১৩টি চার ও ১টি ছক্কা দিয়ে সাজানো ছিল। এই ইনিংসে ২২ বলে ৫০ রান পূর্ণ করেন শুভমন। হার্দিকের দলের হয়ে তৃতীয় দ্রুততম অর্ধশতরানের ইনিংস খেলেছেন তিনি। টেস্ট, একদিনের ফরম্যাট এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টির পর এবার আইপিএল-এ শতরান। ম্যাচের শেষে নিজের আবেগ চেপে রাখতে পারেননি শুভমন।
ফলে সব মিলিয়ে শুভমন ও শামির সৌজন্যে চলতি আইপিএল-এর প্রথম দল হিসেবে প্লে-অফে চলে গেল গুজরাত। গত বছর আবির্ভাবেই চ্যাম্পিয়ন হয়েছিল হার্দিক পান্ডিয়ার দল। এবারও ধারাবাহিকতা বজায় রেখেছে গুজরাত। এহেন তারকাখচিত দল কতদূর এগিয়ে যায় সেটাই দেখার।