MS Dhoni, IPL 2023: পয়া চিপকে ফের 'মাহি মার রাহা হ্যায়'! ৫০০০ রান পূর্ণ করলেন 'থালা'
ফ্লেমিং যতই তাঁর দলের অধিনায়ককে আড়ালে রাখার চেষ্টা করুন, পরিসংখ্যান কিন্তু মোটেও ধোনির পক্ষে নেই। ২০২১ সালে তাঁর নেতৃত্বে শেষবার আইপিএল জিতেছিল চেন্নাই। সেবার ১৬টি ম্যাচে মাত্র ১১৪ রান করেছিলেন। সর্বোচ্চ অপরাজিত ১৮। এরপর ২০২২ সালে ১৪টি ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছিল ২৩২ রান। সর্বোচ্চ অপরাজিত ৫০।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: কোভিডের (Covid 19) ধাক্কা কাটিয়ে চার বছর পর চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings) স্বাগত জানাতে তৈরিই ছিল চিপক স্টেডিয়াম (Chepauk Stadium)। ব্যাপারটা আরও বড় আকারে দেখলে, দুই বছর পর পুরো চেন্নাই (Chennai) শহরের ক্রিকেটপ্রেমীরা তাঁদের প্রিয় মহেন্দ্র সিং ধোনিকে (Mahendra Singh Dhoni) স্বাগত জানাতে প্রস্তুত ছিল। গ্যালারিভর্তি ৪০ হাজার সমর্থক তাঁদের প্রিয় 'থালা'-র জন্য গলা ফাটাতে প্রস্তুত হয়েই ছিলেন। আর তাই হল। চোটকে অগ্রাহ্য করে চিপকে পা রাখতেই গ্যালারিভর্তি স্টেডিয়াম, 'ধোনি...ধোনি' 'থালা...থালা' স্লোগানে গর্জে উঠল। এবং পুরো ব্যাপারটা তারিয়ে তারিয়ে উপভোগ করলেন 'ক্যাপ্টেন কুল' (Captain Cool)। এবং ব্যাট করতে নেমে আইপিএল-এর (IPL) ইতিহাসে পঞ্চম ভারতীয় ব্যাটার হিসেবে ৫০০০ রানের মাইলস্টোন পূর্ণ করলেন সিএসকে (CSK) সেনাপতি।
সোমবার অর্থাৎ ৩ এপ্রিল লখনউ সুপার জায়ান্টের (Lucknow Super Giants) বিরুদ্ধে ১৯.২ ওভারে ব্যাট করতে নামেন মাহি। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে ৫ উইকেট নিয়েছিলেন মার্ক উড (Mark Wood)। তাঁকেই অ্যাটাক করলেন ধোনি। পরপর দুটি বলে মারলেন দুটি ছক্কা। সেই ছক্কার সুবাদেই এই রেকর্ডে নাম লেখালেন। ধোনির আগে এই তালিকায় রয়েছেন বিরাট কোহলি (২২৪ ম্যাচে ৬৭০৬ রান), শিখর ধাওয়ান (১৯৯ ম্যাচে ৬০৮৬ রান), রোহিত শর্মা (২২১ ম্যাচে ৫৭৬৪ রান), ডেভিড ওয়ার্নার (১৫৫ ম্যাচে ৫৬৬৮ রান), সুরেশ রায়না (২০৫ ম্যাচে ৫৫২৮ রান), এবি ডিভিলিয়ার্স (১৮৪ ম্যাচে ৫১৬২ রান)।
— IndianPremierLeague (@IPL) April 3, 2023
আরও পড়ুন: Shakib Al Hasan, IPL 2023: আইপিএল খেলবেন না! কেন কেকেআর থেকে সরে গেলেন সাকিব?
আরও পড়ুন: MS Dhoni, IPL 2023: চার বছর পর প্রিয় চিপকে ফিরে আবেগতাড়িত চেন্নাইয়ের 'থালা' ধোনি
— IndianPremierLeague (@IPL) April 3, 2023
চোট পাওয়া সিএসকে-এর (CSK) সেনাপতি কি আদৌ লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে বাইশ গজের যুদ্ধে নামতে পারবেন? সেটা নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। চলতি আইপিএল-এর (IPL 2023) প্রথম ম্যাচে গুজরাত টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে চোট পেয়েছিলেন 'ক্যাপ্টেন কুল' (Captain Cool)। ৪১ বছরের ধোনির ক্যাপ্টেন্সি নিয়ে কারও কোনও প্রশ্ন থাকতে পারে না। তবে হাঁটুর চোটে নাজেহাল ধোনির ব্যাটিং নিয়ে কিন্তু প্রশ্ন উঠবেই। কারণ কয়েকটা ছক্কা মেরে গ্যালারিতে উত্তেজনা বাড়ালেও, বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়কের ব্যাটে সেই আগের তেজ নেই। যদিও এমন প্রশ্নের উত্তরেও দলের অধিনায়কের পাশে দাঁড়িয়েছিলেন দলের হেড কোচ স্টিফেন ফ্লেমিং (Stephen Fleming)।
তবে ফ্লেমিং যতই তাঁর দলের অধিনায়ককে আড়ালে রাখার চেষ্টা করুন, পরিসংখ্যান কিন্তু মোটেও ধোনির পক্ষে নেই। ২০২১ সালে তাঁর নেতৃত্বে শেষবার আইপিএল জিতেছিল চেন্নাই। সেবার ১৬টি ম্যাচে মাত্র ১১৪ রান করেছিলেন। সর্বোচ্চ অপরাজিত ১৮। এরপর ২০২২ সালে ১৪টি ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছিল ২৩২ রান। সর্বোচ্চ অপরাজিত ৫০। আর এবার গুজরাতের বিরুদ্ধে আট নম্বরে ব্যাট করতে নেমে ৭ বলে ১৪ রানে অপরাজিত ছিলেন। যদিও নিজের সেরা সময় ফেলে আসা 'ফিনিশার'-কে এখনও আগলে রাখছে তাঁর সিএসকে। এভাবে কতদিন চোটে নাজেহাল 'বুড়ো' অধিনায়ককে আগলে রাখা যায়, সেটাই দেখার।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)