Mahendra Singh Dhoni, IPL 2023: আইপিএল-এর আগে চেন্নাইতে পা রাখলেন 'থালা', পেলেন রাজার মতো সংবর্ধনা, দেখুন ভাইরাল ভিডিয়ো

গত মরসুমেই চেন্নাইয়ের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন ধোনি। রবীন্দ্র জাদেজার হাতে তুলে দেন অধিনায়কত্বের দায়িত্ব। কিন্তু সেই গুরুভার সামলাতে ব্যর্থ হন তিনি। তাঁর আমলে মুখ থুবড়ে পড়ে চেন্নাই। 

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Mar 3, 2023, 10:20 AM IST
Mahendra Singh Dhoni, IPL 2023: আইপিএল-এর আগে চেন্নাইতে পা রাখলেন 'থালা', পেলেন রাজার মতো সংবর্ধনা, দেখুন ভাইরাল ভিডিয়ো
আইপিএল-এর আগে চেন্নাইতে পা রাখলেন 'থালা'। ছবি: টুইটার

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ব্যক্তিগত হেলিকপ্টারে চেন্নাইতে (Chennai) নামলেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। ৩১ মার্চ থেকে শুরু হবে এবারের আইপিএল (IPL 2023)। এর আগে চিপকে ক্যাম্প শুরু করবে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। মাঠে বল পড়ার আগেই প্রিয় শহরে পা রাখলেন 'ইয়েলো আর্মি'-র প্রিয় 'থালা'। তাঁকে দেখা মাত্রই উত্তাল হয়ে ওঠে চেন্নাইয়ের বিমানবন্দর। 'ক্যাপ্টেন কুল'-এর (Captain Cool) আগমনের সেই ভিডিয়ো সিএসকে (CSK) তাদের সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেছে। লেখা হল, থালা ধোনি ব্যাক ইজ হোম।' 

গত মরসুমেই চেন্নাইয়ের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন ধোনি। রবীন্দ্র জাদেজার হাতে তুলে দেন অধিনায়কত্বের দায়িত্ব। কিন্তু সেই গুরুভার সামলাতে ব্যর্থ হন তিনি। তাঁর আমলে মুখ থুবড়ে পড়ে চেন্নাই। অগত্যা দলকে রক্ষা করতে ফের নেতৃত্বের দায়িত্ব কাঁধে তোলেন ধোনি। এবারও আপাতত তিনিই অধিনায়ক। তবে সিএসকে কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, নেতৃত্ব কিংবা অবসরের বিষয়ে ধোনিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। 

আরও পড়ুন: Virat Kohli, BGT 2023: বিতর্ক তুঙ্গে! ফিল্ডিংয়ের পর এবার বিরাটের ব্যাটিং নিয়েও স্লেজিং করলেন মার্ক ওয়া

আরও পড়ুন: Lionel Messi: চলল ১৪ রাউন্ড গুলি! নিজের শহরেই প্রাণনাশের হুমকি পেলেন মেসি

কয়েক দিন আগেই ধোনির আর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে একেবারে 'মাহি মার রাহা হ্যায়!' মেজাজে আকাশে একের পর এক বল উড়িয়ে যাচ্ছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক আইপিএল-এর আগে ২৪ সেকেন্ডের সেই ভিডিয়ো শুধুই ধোনি ধামাকায় ভরা। দলের সব বোলারদের যেন ব্যাট হাতে খুন করছেন সিএসকে-এর'থালা'। কভার, এক্সট্রা কভার, লং অন,লং অফ কিংবা ডিপ মিড উইকেট, স্কোয়ার লেগ দিয়ে একের পর এক বল বাউন্ডারির বাইরে উড়ে যাচ্ছে। 

এমনকি একটি বিজ্ঞাপনে তাঁকে দেখা গিয়েছিল পুলিসের ভূমিকায়। ছবি দেখে মনে হচ্ছে 'খাঁকি' উর্দি গায়ে চাপানো ধোনি কোনও ঝামেলার মধ্যে পড়েছেন। ল অ্যান্ড অর্ডার জনিত কোনও সমস্যা সমাধানে ব্যস্ত তিনি। ধোনিকে এমন নতুন লুকে দেখে তাঁর ভক্তরাও একেবারে হতবাঁক। সঙ্গে চলছে আসন্ন আইপিএল-এর জন্য ব্যাটিং সাধনা। 

২৩৪টি আইপিএল ম্যাচে ৪৯৭৮ রান করেছেন ধোনি। গড় ৩৯.২০। ১৩৫.২০। সঙ্গে রয়েছে ২৪টি অর্ধ শতরান। এবারের আইপিএল-এ মাহি ব্যাটার ও কিপার হিসেবে কেমন পারফর্ম করে সেটাই দেখার। একইসঙ্গে এটাই তাঁর শেষ আইপিএল কিনা সেই দিকেও নজর রাখতে হবে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.