IPL 2022, Gujarat Titans: নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পাণ্ডিয়াদের জার্সির উন্মোচন হল

হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) গুজরাট টাইটান্স (Gujarat Titans) রবিবাসরীয় সন্ধ্য়ায় উন্মোচল করল নয়া জার্সির।

Updated By: Mar 13, 2022, 08:49 PM IST
IPL 2022, Gujarat Titans: নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পাণ্ডিয়াদের জার্সির উন্মোচন হল
জার্সি প্রকাশ অনুষ্ঠানে পাণ্ডিয়া-নেহরা ও জয় শাহ

নিজস্ব প্রতিবেদন: আইপিএলের (IPL 2022) নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স (Gujarat Titans) রবিবার উন্মোচন করল তাদের জার্সির। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টে়ডিয়ামে গুজরাটের ক্যাপ্টেন হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) ও হেড কোচ আশিস নেহরার (Ashish Nehra) উপস্থিতিতে প্রকাশিত হল নীল রঙের নয়া জার্সি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিসিসিআই সচিব জয় শাহ (BCCI secretary Jay Shah)। পাওয়া গেল ফ্র্যাঞ্চাইজির অনান্য আধিকারিকদেরও। 

সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) আরপিএসজি (RPSG) গ্রুপ ও  বিদেশি কোম্পানি সিভিসি ক্যাপিটাল (CVC Capital) আইপিএল-এ (IPL) যুক্ত হওয়ায় এবারের টুর্নামেন্ট হবে ১০ দলের। নবম দল হিসেবে ক্রোড়পতি লিগ খেলার জন্য আরপিএসজি সর্বোচ্চ ৭০৯০ কোটি টাকা লগ্নি করেছে। গোয়েঙ্কার টিমের নাম হয়েছে লখন উ সুপার জায়েন্টস (Lucknow Super Giants, LSG)। দশম দল হিসেবে প্রায় ৫২০০ কোটি টাকা বিনিয়োগ করেছে সিভিসি ক্যাপিটাল। সেই দলের নাম হয়েছে  গুজরাট টাইটান্স। আরপিএসজি লখনউ ও সিভিসি ক্যাপিটাল আহমেদাবাদ শহরের হয়ে প্রতিনিধিত্ব করবে।

আহমেদাবাদের ফ্র্যাঞ্চাইজি ড্রাফট থেকে পান্ডিয়া ছাড়াও রশিদ খান (Rashid Khan) ও শুভমন গিলকে (Shubman Gill) নিয়ে চমক দিয়েছিল। পাণ্ডিয়াকে ১৫ কোটি টাকায় ক্যাপ্টেন করে দলে এনেছে । বিশ্ববন্দিত আফগান স্পিনার রশিদের জন্য ১৫ কোটি টাকা খরচ করেছে গুজরাট টাইটান্স। ভারতের তরুণ ওপেনার শুভমনকে দল পেয়েছে ৮ কোটি টাকায়। দলের কোচিং স্টাফের তালিকাও রীতিমতো তারকাখচিত। টিম ইন্ডিয়ার প্রাক্তন পেসার নেহরাকে যেমন হেড কোচ হিসাবে আছেন, তেমনই ২০১১ সালে ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ গ্যারি কার্স্টেন রয়েছেন দলের মেন্টর হিসাবে।

আরও পড়ুন: Viral Video: চিন্নাস্বামীতে ABD...ABD...শব্দব্রহ্ম! কী করলেন Virat Kohli?

আরও পড়ুনFaf du Plessis On MS Dhoni: ধোনির থেকে পেয়েছেন ক্যাপ্টেনসির পাঠ! এবার কাজে লাগাবেন ফাফ

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.