Inzamam-ul-Haq: হৃদরোগে আক্রান্ত পাক কিংবদন্তি, করা হল অ্যাঞ্জিওপ্লাস্টি

সময়টা ভাল যাচ্ছে না পাকিস্তানের (Pakistan) প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হকের(Inzamam-ul-Haq)।  

Updated By: Sep 28, 2021, 10:32 AM IST
Inzamam-ul-Haq: হৃদরোগে আক্রান্ত পাক কিংবদন্তি, করা হল অ্যাঞ্জিওপ্লাস্টি

নিজস্ব প্রতিবেদন: সময়টা ভাল যাচ্ছে না পাকিস্তানের (Pakistan) প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হকের(Inzamam-ul-Haq)। হৃদরোগে আক্রান্ত (Heart attack) হওয়ার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে এই প্রাক্তন ডানহাতি ব্যাটসম্যানের অ্যাঞ্জিওপ্লাস্টিও করা হয়েছে। 

পাকিস্তানের সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইনজামামের ম্যানেজার বলেন, "গত তিন দিন ইনজি ভাই বুকে হালকা ব্যথা অনুভব করছিলেন। সেইজন্য তাঁর বেশ কয়েকটি টেস্টও করা হয়। চিকিৎসকরা জানান, চিন্তার কারণ নেই। গত কয়েকদিন ইনজামাম বাড়িতেই ছিলেন। কিন্তু সোমবার সন্ধ্যায় হঠাৎ বুকের ব্যথা বেড়ে যাওয়ায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষানিরীক্ষার পর জানা যায়, তাঁর হার্টে একটি ‘ব্লক’ রয়েছে। এর পরেই চিকিৎসকেরা অ্যাঞ্জিওপ্লাস্টি করার সিদ্ধান্ত নেন।" 

আরও পড়ুন: IPL 2021, SRH vs RR: Rajasthan Royals-কে ৭ উইকেটে হারিয়ে দিল 'লাস্ট বয়' Sunrisers Hyderabad

৫১ বছরের ইনজামাম আপাতত স্থিতিশীল আছেন বলেই হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। আপাতত কয়েক দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি। ইনজামামের অসুস্থতার খবর গোটা ক্রিকেটবিশ্বের ছড়িয়ে পড়তেই তাঁর অনুরাগীরা চিন্তিত হয়ে যায়। স্বভাবতই প্রত্যেকে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। ১৯৯২ সালে পাকিস্তানের বিশ্বকাপ জয়ের পর ক্রিকেট জগতে তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। এক দিনের ম্যাচে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৩৭৫টি ম্যাচে তাঁর রয়েছে ১১,৭০১ রান। ১১৯টি টেস্ট ম্যাচ খেলে তাঁর রান ৮,৮২৯। 

২০০৭ সালের বিশ্বকাপের শেষে ইনজামাম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। এরপর তিনি পাকিস্তান দলের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তাছাড়া আফগানিস্তানের প্রধান কোচও ছিলেন। ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত ইনজামাম ছিলেন পাকিস্তান ক্রিকেটের মুখ্য নির্বাচক। তাঁর অসুস্থতায় স্বভাবতই চিন্তার ভাঁজ পড়েছে ক্রীড়ামহলে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.