INDW vs PAKW, ICC Womens T20 World Cup 2023: চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে অভিযান শুরু হরমনপ্রীতদের, কখন, কোথায় দেখবেন ম্যাচ?
INDW vs PAKW: বাংলাদেশের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচের সময় দেখা গিয়েছে যে স্মৃতির আঙুলে ব্যান্ডেজ রয়েছে। ফলে 'মাদার অফ অল ব্যাটেল'-এর এই তারকা ওপেনারের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তাই প্রতিবেশী দেশের বিরুদ্ধে নামার আগে কিছুটা চিন্তায় ভারতের প্রমীলাবাহিনী।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবিবার কেউটাউনের বাইশ গজে ব্লকবাস্টার ম্যাচ। আর কয়েক ঘন্টা পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC Womens T20 World Cup 2023) অভিযান শুরু করতে চলেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Womens Cricket Team)। প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান (Pakistan Womens Cricket Team)। তবে বিসমাহ মাহরুফের (Bismah Maroof) বিরুদ্ধে খেলতে নামছে হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) দল। প্রথম ম্য়াচে নামার আগে কিছুটা চিন্তায় রয়েছে ভারতীয় থিঙ্কট্যাঙ্ক। কারণ অধিনায়ক হরমনপ্রীত চোট সারিয়ে খেললেও, স্মৃতি মন্ধানা (Smriti Madhana) বাঁ হাতের চোটে কাহিল। বাংলাদেশের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচের সময় দেখা গিয়েছে যে স্মৃতির আঙুলে ব্যান্ডেজ রয়েছে। ফলে 'মাদার অফ অল ব্যাটেল'-এর এই তারকা ওপেনারের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তাই প্রতিবেশী দেশের বিরুদ্ধে নামার আগে কিছুটা চিন্তায় ভারতের প্রমীলাবাহিনী।
কোথায় আয়োজিত হবে মেগা ম্যাচ?
টি-টোয়েন্টি বিশ্বকাপের এই মারকাটারি ম্যাচটি নিউল্যান্ডসের কেপটাউনে খেলা হবে
কখন শুরু?
ভারতীয় সময় সন্ধে ৬.৩০টা থেকে খেলা শুরু হবে। তার ৩০ মিনিট আগে টস হবে
কোথায় দেখবেন?
স্টার স্পোর্টস নেটওয়ার্ক ও ডিডি স্পোর্টসে
অনলাইনে দেখবেন কীভাবে?
মোবাইল ফোনে ডিজনি প্লাস হটস্টার ও জিও টিভি অ্যাপে সরাসরি দেখা যাবে ম্যাচ