INDvsWI: ১০০০তম একদিনের ম্যাচ খেলতে নামার আগে Team India-কে শুভেচ্ছা জানালেন Sachin Tendulkar
প্রয়াত অজিত ওয়াদেকর থেকে রোহিত, এগোচ্ছে ভারত।
নিজস্ব প্রতিবেদন: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবে ক্রিকেট বিশ্ব। কারণ আগামী ৬ ফেব্রুয়ারি আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ১০০০তম একদিনের ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। সেই ম্যাচে মাঠে নামার আগে দলকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন সচিন তেন্ডুলকর। তাঁর মতে ১০০০তম একদিনের ম্যাচ খেলা শুধু ভারতীয় দলের সাফল্য নয়, আসমুদ্র হিমাচলের সাফল্য।
সচিন বলেন, “১০০০তম একদিনের ম্যাচ খেলা অনেক বড় মুহূর্ত। বিশাল মাইলস্টোন। সেই ১৯৭৪ সালে একদিনের ক্রিকেটে আমাদের পথচলা শুরু হয়েছিল। এটা একমাত্র সম্ভব হয়েছে বর্তমান ও প্রাক্তন ক্রিকেটার ও ক্রিকেট প্রশাসকদের জন্যই।“ তিনি আরও যোগ করেছেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ যা বলতেই হবে আমাদের ক্রিকেট, আমাদের দলের জন্য যাঁরা আগে, অতীতে গলা ফাটিয়েছেন, যাঁরা বর্তমানেও গলা ফাটাচ্ছেন প্রত্যেকের জন্য়ই আজ আমরা এই জায়গায় পৌঁছোতে পেরেছি।“
আরও পড়ুন: INDvsWI: দর্শকশূন্য ইডেনে খেলবে Rohit Sharma-র Team India, জানিয়ে দিলেন Sourav Ganguly
আরও পড়ুন: IPL Auction: ক্রোড়পতি লিগের ইতিহাসে ভারতের ১০ সবচেয়ে দামি ক্রিকেটার, ছবিতে দেখে নিন
Sachin Tendulkar (@sachin_rt) February 4, 2022
ভারতীয় দল এখনও পর্যন্ত সর্বাধিক ৯৯৯টি একদিনের ম্যাচ খেলেছে। এর মধ্যে জয় এসেছে ৫১৮ ম্যাচে। ৪৩১টি ম্যাচ হেরেছে টিম ইন্ডিয়া। ‘মেন ইন ব্লু’ ব্রিগেডের কাছে এই ম্যাচটা নিঃসন্দেহে বড় মুহূর্ত। এর মধ্যে ক্যারিবিয়ান দের বিরুদ্ধে একদিনের সিরিজের সেই প্রথম ম্যাচ আরও একটা কারণে তাৎপর্যপূর্ণ। কারণ সেই ম্যাচ থেকেই পাকাপাকিভাবে আবার অধিনায়ক হিসেবে ইনিংস শুরু করছেন রোহিত শর্মা। তবে কোভিডের বাড়বাড়ন্তের জন্য এমন ঐতিহাসিক ম্যাচের আগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছে না বিসিসিআই।
কেন এমন ম্যাড়মেড়ে ভাবে ১০০০তম ম্যাচ আয়োজন করা হবে? জবাবে বোর্ড প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “কোভিডের মধ্যে জৈব বলয় সুরক্ষিত রাখা বেশি জরুরি। আমাদের কাছে দুই দলের ক্রিকেটারদের নিরাপত্তা সবার আগে। তাই এমন বিশেষ ম্যাচের আগেও কোনও অনুষ্ঠান আয়োজন করা হবে না।“
১৯৭৪ সালে প্রয়াত অজিত ওয়াদেকরের নেতৃত্বে প্রথম একদিনের ম্যাচ খেলেছিল ভারত। ৫০০ তম ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন সৌরভ। আর ৭০০, ৮০০ ও ৯০০ তম একদিনের ম্যাচে দেশের নেতৃত্ব দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। এ বার ১০০০ তম ম্যাচে দেশকে ব্যাটন থাকবে ‘হিট ম্যান’-এর হাতে।