ICC র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে ভারত, প্রথম দশে বিরাট, ধোনি, বোলিং-এ সামি ১১ তে

বিশ্বকাপের প্রথম দুটো দুরন্ত পারফরম্যান্সের জেরে আইসিসির বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১৪ ধাপ উঠে ১১ নম্বরে উঠে এলেন ভারতের ফাস্ট বোলার মহম্মদ সামি।

Updated By: Mar 2, 2015, 06:37 PM IST
ICC র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে ভারত, প্রথম দশে বিরাট, ধোনি, বোলিং-এ সামি ১১ তে

ওয়েব ডেস্ক:বিশ্বকাপের প্রথম দুটো দুরন্ত পারফরম্যান্সের জেরে আইসিসির বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১৪ ধাপ উঠে ১১ নম্বরে উঠে এলেন ভারতের ফাস্ট বোলার মহম্মদ সামি।

 চলতি বিশ্বকাপের ২৩ টি ম্যাচের পর সোমবারই সর্বশেষ র‍্যাঙ্কিং প্রকাশ করল আইসিসি। র‍্যাঙ্কিংয়ে সামি ছাড়াও ভারতীয়দের মধ্যে উন্নতি করেছেন আর অশ্বিন। ৬ ধাপ উঠে ১৬ নম্বরে রয়েছেন এই অফ স্পিনার। ব্যাটসম্যানদের তালিকায় নিচে নেমেছেন বিরাট কোহলি ও এমএস ধোনি। কোহলি ৪ ও ধোনি রয়েছেন ১০ নম্বরে। প্রথম ২০ তে ধোনিরা ছাড়াও ভারতীয়দের মধ্যে রয়েছেন রোহিত শর্মা ও সুরেশ রায়না। ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ১ নম্বরে রয়েছেম এবি ডিভিলিয়ার্স। দ্বিতীয় স্থানে যুগ্মভাবে রয়েছেন হাসিম আমলা ও কুমার সাঙ্গাকারা। বিশ্বকাপে না খেলতে পারলেও বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন সইদ আজমল।

 অন্যদিকে টিম র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। অসিদের ঠিক পিছনে রয়েছে ভারত। দক্ষিণ আফ্রিকা ৩ ও শ্রীলঙ্কা রয়েছে ৪ নম্বরে। বিশ্বকাপে টানা ৪ টি ম্যাচ জিতে ৫ নম্বরে উঠে এসেছে নিউজিল্যান্ড।

.