বল না করেও দুই উইকেট ডিভিলিয়ার্সের, আমলার মিসে আওয়াজ মওকা মওকা

বিশ্বকাপের ইতিহাসে ভারতের বিরুদ্ধে সব ম্যাচের জয়ের ধারা অব্যাহত রাখতে হলে দক্ষিণ আফ্রিকাকে করতে হবে ৩০৮ রান। এমসিজি-র পিচে যেটা মোটেও খুব কঠিন কাজ নয়। তবে অতীতে বহুবার দেখা গিয়েছে চোকার্স ট্যাগ থাকা দক্ষিণ আফ্রিকা আসল সময়ে বড় রান তাড়া করতে নেমে ভেঙে পড়েছে। তবে এটাও ঠিক ৪৩৪ রান তাড়া করে জয়ের অবিশ্বাস্য বিশ্বরেকর্ডটাও গড়েছে দক্ষিণ আফ্রিকা।

Updated By: Feb 22, 2015, 01:36 PM IST
বল না করেও দুই উইকেট ডিভিলিয়ার্সের, আমলার মিসে আওয়াজ মওকা মওকা

ওয়েব ডেস্ক: বিশ্বকাপের ইতিহাসে ভারতের বিরুদ্ধে সব ম্যাচের জয়ের ধারা অব্যাহত রাখতে হলে দক্ষিণ আফ্রিকাকে করতে হবে ৩০৮ রান। এমসিজি-র পিচে যেটা মোটেও খুব কঠিন কাজ নয়। তবে অতীতে বহুবার দেখা গিয়েছে চোকার্স ট্যাগ থাকা দক্ষিণ আফ্রিকা আসল সময়ে বড় রান তাড়া করতে নেমে ভেঙে পড়েছে। অবশ্য এটাও ঠিক ৪৩৪ রান তাড়া করে জয়ের অবিশ্বাস্য বিশ্বরেকর্ডটাও গড়েছে দক্ষিণ আফ্রিকা। ধাওয়ানের শতরানেও অন্য একটা সুখে থাকার ব্যাপার থাকছে ধোনিদের। ওয়ানডেতে ধোনি শতারন করেছেন, অথচ ভারত জেতেনি এমন ঘটনা ঘটেনি।

বিশেষজ্ঞরা বলছেন, ম্যাচের আসল চাবিকাঠি লুকিয়ে ডিভিলিয়ার্স, মিলসার আর দুই ভারতীয় স্পিনারের ওপর। যদিও এটাও ঠিক যে কোনও ওয়ানডে ম্যাচের মতই প্রথম দশ ওভার খুবই গুরুত্বপূর্ণ। ভারতীয়দের কাছে স্বস্তির খবর হল এই এমসিজিতে আজ পর্যন্ত কোনও দল রান তাড়া করতে নেমে ৩০০ রান করতে পারেনি। তবে অস্বস্তির খবর হল এমসিজি-র পিচ যত সময় যাবে তত বেশি ব্যাটসম্যানপ্রেমী হয়ে উঠবে।

এদিকে, বল না করেও দুটি উইকেট নিলেন এবি ডিভিলায়র্স।  না সরকারি হিসাবে নয় সোশ্যাল নেটওার্কিং সাইটের স্কোরবোর্ডে। প্রথমে রোহিত শর্মাকে দারুণ থ্রোয়ে রান আউট করার পর ইনিংসের শেষের দিকে মোক্ষম সময়ে ফের ডাইরেক্ট থ্রোয়ে আউট করেন এবি। তবে ধাওয়ানের ক্যাচ মিস করে চমকে দেন হাসিম আমলা। সেই সময়ে টুইটারে ট্রেন্ড শুরু হয় মওকা, মওকা...।  

.