দেশের ৫০০-তম টেস্ট ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সম্মানজনক অবস্থায় ভারত
একদিকে দলের ৫০০তম টেস্ট ম্যাচ, অন্যদিকে শক্তিশালী নিউজিল্যান্ড দল। সব মিলিয়ে বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল আস সকালে থেকেই ছিল চার্জড-আপ। শুরুতে তাই লাকও ফেভার করল টিম কোহলির।
ওয়েব ডেস্ক : একদিকে দলের ৫০০তম টেস্ট ম্যাচ, অন্যদিকে শক্তিশালী নিউজিল্যান্ড দল। সব মিলিয়ে বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল আস সকালে থেকেই ছিল চার্জড-আপ। শুরুতে তাই লাকও ফেভার করল টিম কোহলির।
কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয় ভারত। ব্যাটিং সহায়ক উইকেটে কে এল রাহুল ও মুরলি বিজয় ম্যাচের শুরুতেই নিউজিল্যান্ড বোলারদের বিরুদ্ধে ঝোড়ো ব্যাটিং শুরু করেন।
১১তম ওভারে ব্যক্তিগত ৩২ রানের মাথায় স্যান্টনারের বলে আউট হয়ে প্যাভেলিয়নে ফেরেন রাহুল। এরপরই দলের হাল ধরেন বিজয় ও চেতেশ্বর পুজারা। দু'জনেই তাঁদের অর্ধশতরান পুরো করেন। ব্যক্তিগত ৬২ রানের মাথায় আউট হন পুজারা। যদিও, তার পরপরই ওয়াগন্যারের বলে নিজের ভুলেই ক্রিজ ছাড়তে হয় অধিনায়ক কোহলিকে। বর্তমানে ভারতের স্কোর ৪ উইকেটে ১৮৫ রান।