India-Pakistan | T20 World Cup 2022: ফাইনালে কি ভারত-পাকিস্তান? ১৯৯২, ২০১১-র সঙ্গে এবারের অবিকল মিল!

১৯৯২ সালে ইমরান খানের পাকিস্তান জিতেছিল ৫০ ওভারের বিশ্বকাপ। ২০১১ সালে এমএস ধোনির ভারত জেতে বিশ্বকাপ। ঘটনাচক্রে চলতি বছর টি-২০ বিশ্বকাপে ফিরছে ১৯৯২ ও ২০১১-র স্মৃতি।

Updated By: Nov 7, 2022, 06:41 PM IST
India-Pakistan | T20 World Cup 2022: ফাইনালে কি ভারত-পাকিস্তান? ১৯৯২, ২০১১-র সঙ্গে এবারের অবিকল মিল!
বিশ্বকাপে ফের একবার ভারত-পাকিস্তান?

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: চলতি টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2022) সুপার টুয়েলভের (Super 12) পালা শেষ। খেতাবি লড়াইয়ে এবার শেষ চার। আগামী বুধ ও বৃহস্পতি টি-২০ বিশ্বকাপের জোড়া সেমি-ফাইনাল (T20 World Cup Semi-Finals)। ৯ নভেম্বর ফাইনালে যাওয়ার লড়াইয়ে সিডনিতে (Sydney Cricket Ground) মুখোমুখি নিউজিল্যান্ড-পাকিস্তান (New Zealand v Pakistan)। ১০ নভেম্বর অ্যাডিলেড (Adelaide Oval) ওভালে দ্বিতীয় সেমিফাইনাল খেলবে ভারত-ইংল্যান্ড (India v England)। ফের একবার ভারত-পাকিস্তান ফাইনাল খেলার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনা আরও জোরাল করছে অতীতের দুই ভিন ফরম্যাটের বিশ্বকাপে রেকর্ড। ২০১১ সালে পঞ্চাশ ওভারের বিশ্বকাপে ভারতের গতিপ্রকৃতির সঙ্গে ২০২২ টি-২০ বিশ্বকাপে রোহিত শর্মাদের (Rohit Sharma) রাস্তা মিলে যাচ্ছে। আবার ঠিক একই ভাবে ১৯৯২ সালে পঞ্চাশ ওভারের বিশ্বকাপে পাকিস্তান যেভাবে চ্য়াম্পিয়ন হয়েছিল, ঠিক সেই পথেই যাচ্ছে এবার বাবর আজমদের (Babar Azam) ভাগ্য়।

১৯৯২ বিশ্বকাপে পাকিস্তান
মেলবোর্নে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিশ্বকাপ শুরু
গ্রুপ পর্যায়ে ভারতের কাছে হার
গ্রুপ পর্যায়ের শেষ তিন ম্যাচ জিতে সেমিফাইনালে
সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়েছিল
১৯৮৭ বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার
এক পয়েন্টের ফারাকে শেষ চারে

 
২০২২ টি-২০ বিশ্বকাপে পাকিস্তান
মেলবোর্নে ভারতের কাছে হেরে বিশ্বকাপ শুরু
সুপার টুয়েলভে ভারতের কাছে হার
গ্রুপ পর্যায়ের শেষ তিন ম্যাচ জিতে সেমিফাইনালে
সেমিফাইনালে খেলবে সেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে 
২০২১ সালের টি-২০ বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার
এক পয়েন্টের ফারাকে শেষ চারে

আরও পড়ুন: Richard Kettleborough | T20 World Cup Semi-Finals: সেমিতে ভারত-ইংল্যান্ড, নেই এই 'অপয়া' আম্পায়ার! খুশিতে ভাসছেন ফ্যানরা

২০১১ বিশ্বকাপে ভারত
গ্রুপ পর্যায়ে ভারত একমাত্র হেরেছিল দক্ষিণ আফ্রিকার কাছে
ভারত হেরেছিল ২ বল বাকি থাকতেই
আয়ারল্যান্ড বেঙ্গালুরুতে ইংল্যান্ডকে হারিয়েছিল
গ্রুপ পর্যায়ে ভারত পাকিস্তান ও নেদারল্যান্ডসকে হারায়

২০২২ টি-২০ বিশ্বকাপে ভারত
সুপার টুয়েলভে ভারত একমাত্র দক্ষিণ আফ্রিকার কাছে হারে
ভারত হেরেছিল ২ বল বাকি থাকতেই
আয়ারল্যান্ড মেলবোর্নে ইংল্যান্ডকে হারিয়েছে
গ্রুপ পর্যায়ে ভারত পাকিস্তান ও নেদারল্যান্ডসকে হারিয়েছে

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.