ছয় ব্যাটসম্যানের শূন্যতা ধোনিকে কর্ণ বানিয়ে ছাড়ল, ভারত অল আউট ১৫২ রানে
Updated By: Aug 8, 2014, 03:50 PM IST
ভারত- ১৫২ (প্রথম ইনিংস)
ওয়েব ডেস্ক: ম্যানচেস্টার টেস্টে মহালজ্জা উপহার দিলেন ভারতীয় ব্যাটসম্যানরা। চতুর্থ টেস্টে প্রথম দিনে মাত্র ১৫২ রানে শেষ হয়ে গেল ভারতের প্রথম ইনিংস ইনিংস। মহেন্দ্র সিং ধোনি ৭১ রানের দুরন্ত ইনিংস না খেললে আরও অনেক বড় লজ্জা অপেক্ষা করেছিল ভারতের। একটা সময় ৮ রানে ৪ উইকেট পড়ে গিয়েছিল ভারতের।
সেখান থেকে ধোনি একা কুম্ভ রক্ষা করার চেষ্টা করলেন। কোহলি, পূজারা, বিজয়, জাদেজা,ভূবনেশ্বর কুমার, পঙ্কজ সিং। মোট ছজন ব্যাটসম্যান শূন্য রানে আউট হলেন। দেড় বছর পর টেস্ট একাদশে ফিরে ব্যর্থ গম্ভীর (৪)।
ধোনি ছাড়া লড়লেন অশ্বিন (৪০), রাহানে (২৪)। ২৫ রানে ৬ উইকেট নিয়ে ভারতীয় ব্যাটসম্যানদের ক্লাবস্তরে নামিয়ে আনলেন ব্রড। অ্যান্ডারসন নিলেন ৩ উইকেট।