জানুন, নিজের টেস্ট অভিষেক নিয়ে কী বললেন হার্দিক পাণ্ডিয়া
ওয়েব ডেস্ক: নিজের দেশের হয়ে টেস্ট খেলতে নামাটা যেকোনও ক্রিকেটারের কাছেই স্বপ্ন থাকে। কারণ, ক্রিকেট আজকের দিনে যতই তিন ধরনের ফর্ম্যাটে হোক। আজও আসল ক্রিকেট হিসেবে ধরা হয় টেস্ট ক্রিকেটকেই। কিন্তু, দিন বদলাচ্ছে। এখন অনেককিছুর অনুভূতিই অনেক সহজ হয়ে গিয়েছে। হার্দিক পাণ্ডিয়াই যেমন। গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে জীবনের প্রথম টেস্ট খেলতে নেমেছিলেন। এবং জীবনের প্রথম টেস্ট ইনিংসে খেলত নেমেও দিব্যি মাত্র ৪৯ বলে ৫০ রানের ইনিংস খেলেছেন। ভারতীয় দলের ক্যাপ্টেন বিরাট কোহলিও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন দেশের এই তরুণ অলরাউন্ডারকে। বিরাট বলেছেন, 'হার্দিক যেভাবে খেলছে, তাতে আগামিদিনে ওর ভারতের বেন স্টোকস হয়ে ওঠার ক্ষমতা রয়েছে।'
আরও পড়ুন বিশ্বকাপ হয়তো পাননি কিন্তু দেশে ফিরে মিতালি কী পেলেন দেখুন
যাঁকে নিয়ে এত কথা হচ্ছে, সেই হার্দিক পাণ্ডিয়া কিন্তু সহজ এবং সাবলীল। তাঁর মধ্যে আদৌ কোনও উচ্ছ্বাস নেই। পাণ্ডিয়াকে যখন তাঁর টেস্ট অভিষেকের বিষয়ে জিজ্ঞেস করা হয়, (চেতেশ্বর পুজারা জিজ্ঞেস করেন)তখন পাণ্ডিয়া বলেন, 'আমার তো এত কিছু মনেই হয়নি। আমি যখন ব্যাট করছিলাম, মনে হচ্ছিল, আর একটা একদিনের ম্যাচই খেলছি।কারণ, পরিস্থিতিটা আমি বুঝে গিয়েছিলাম। আজকের দিনে একজন আন্তর্জাতিক ক্রিকেটারকে অনেক স্মার্ট হতে হয়। সবরকম পরিবেশ, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়। হ্যাঁ, ফর্ম্যাট অবশ্যই বদলায়। কিন্তু ক্রিকেটের স্কিল ঠিক থাকলে, কোনও ফর্ম্যাটেই মানিয়ে নিতে অসুবিধা হওয়ার কথা নয়।'
আরও পড়ুন মাঠে বস অধিনায়ক কিন্তু দল নির্বাচনের ক্ষেত্রে? জানুন এর উত্তরে কী বললেন প্রসাদ