IND vs NZ: ইডেনে Rohit ভাঙলেন Kohli র বিরাট টি-২০ রেকর্ড
ইডেনে ব্যাট হাতে ঝলসালেন রোহিত শর্মা।
নিজস্ব প্রতিবেদন: পয়মন্ত ইডেন গার্ডেন্স (Eden Gardens) রোহিত শর্মাকে (Rohit Sharma) একাধিক রেকর্ড দিল। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি তিন ম্যাচের টি-২০ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ব্যাট হাতে রোহিত ফের ঝলসালেন। এদিন ইডেন গার্ডেন্সে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত। ঈশান কিশানের সঙ্গে ওপেন করতে নেমে রোহিত ৩১ বলে ঝোড়ো ৫৬ রানের ইনিংস খেলেন। মাত্র ২৭ বলে কেরিয়ারের ২৬ তম আন্তর্জাতিক টি-২০ হাফ-সেঞ্চুরি করেন। এই হাফ-সেঞ্চুরির সঙ্গেই রোহিত টপকে গেলেন বিরাট কোহলিকে (Virat Kohli)।
আরও পড়ুন: India vs New Zealand: ইডেনে ছক্কা হাঁকিয়ে এলিট ক্লাবে Rohit Sharma
এখন আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে বিরাটের চেয়ে বেশি 'ফিফটি-প্লাস' বা পঞ্চাশের বেশি ইনিংস খেলে ফেললেন 'হিটম্যান'। দেশের জার্সিতে ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে কোহলির আছে ২৯টি ফিফটি-প্লাস' ইনিংস। রোহিতের ঝুলিতে এখন ৩০টি পঞ্চাশের বেশি আন্তর্জাতিক টি-২০ ইনিংস।এদিন রোহিত ছক্কা হাঁকিয়ে এক অনন্য টি-২০ আন্তর্জাতিক রেকর্ডও করেন। কিউয়ি ওপেনার মার্টিন গাপটিলের (Martin Guptill) পর দ্বিতীয় ক্রিকেটার হিসাবে রোহিত দেশের জার্সিতে ১৫০ নম্বর ছক্কা হাঁকালেন। আন্তর্জাতিক টোয়েন্টি-টোয়েন্টি ফর্ম্যাটে রোহিতই এখন দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটার। ১১৯ ম্যাচে রোহিতের ঝুলিতে এল ১৫০ নম্বর ছয়। গাপটিলের ঝুলিতে আছে ১১২ ম্যাচে ১৬১টি ছয়।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)