IND vs PAK, ICC ODI World Cup 2023: বাবর আজমদের নিরাপত্তার জন্য ভেন্যু দেখতে আসছে পাকিস্তানের প্রতিনিধি দল

এক দিনের বিশ্বকাপের সূচি ঘোষণার আগে পাকিস্তান দাবি করেছিল, তিনটি ম্যাচের কেন্দ্র বদল করতে হবে। কিন্তু সেই দাবি মানল না আইসিসি। খসড়া সূচিকেই মান্যতা দেওয়া হয়েছে। মঙ্গলবার প্রকাশিত সূচিতে দেখা যাচ্ছে, ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিরুদ্ধে নির্ধারিত কেন্দ্রেই খেলতে হবে বাবর আজমের দলকে।

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Jun 27, 2023, 03:59 PM IST
IND vs PAK, ICC ODI World Cup 2023: বাবর আজমদের নিরাপত্তার জন্য ভেন্যু দেখতে আসছে পাকিস্তানের প্রতিনিধি দল
বিশ্বকাপের জন্য তৈরি হচ্ছে বাবর আজমের পাকিস্তান। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী ৬ অক্টোবর হায়দরাবাদে (Hyderabad) রাজীব গান্ধী স্টেডিয়ামে বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) অভিযান শুরু করবে পাকিস্তান (Pakistan)। পাক দলের মুখোমুখি কোয়ালিফায়ার ওয়ান। ১২ অক্টোবর সেই একই ভেন্যুতে খেলবেন বাবর আজম (Babar Azam)-মহম্মদ রিজওয়ানরা (Mohammad Rizwan)। এরপরেই আয়োজিত হবে কাপ যুদ্ধের মেগা ম্যাচ। ১৫ অক্টোবর আহমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামের (Narendra Modi Stadium) বাইশ গজে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান (IND vs PAK)। শোনা যাচ্ছে পাকিস্তানের ভেন্যুগুলি দেখার জন্য পাক প্রতিনিধিদল এসে পৌঁছবে এই দেশে। অগাস্টের শেষের দিকে পাক প্রতিনিধি দল আসবে ভারতে। 

বিশ্বকাপে হায়দরাবাদ, আহমেদাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, কলকাতার মতো কেন্দ্রে ম্যাচ পড়েছে পাকিস্তানের। সেই সব কেন্দ্রগুলি খতিয়ে দেখার জন্যই পাক প্রতিনিধি দল আসবে ভারতে। ম্যাচ কেন্দ্রগুলির ভেন্যু খতিয়ে দেখার পরে সেই প্রতিনিধি দল একটি রিপোর্ট পেশ করবে। সেই রিপোর্টের ভিত্তিতে স্থির করা হবে, বাবর আজম-শাহিন আফ্রিদিরা আহমেদাবাদে ভারতের বিরুদ্ধে খেলবেন কিনা।

আরও পড়ুন: IND vs PAK, ICC ODI World Cup 2023: জি ২৪ ঘণ্টার খবরে সিলমোহর, আহমেদাবাদেই 'মাদার অফ অল ব্যাটল'! ফাইনাল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, জানিয়ে দিল আইসিসি

আরও পড়ুন: Eden Gardens, ICC ODI World Cup 2023: সেমি ফাইনালের সঙ্গে ভারত, পাকিস্তান, বাংলাদেশের কটা ম্যাচ পেল ক্রিকেটের নন্দন কানন?

এক দিনের বিশ্বকাপের সূচি ঘোষণার আগে পাকিস্তান দাবি করেছিল, তিনটি ম্যাচের কেন্দ্র বদল করতে হবে। কিন্তু সেই দাবি মানল না আইসিসি। খসড়া সূচিকেই মান্যতা দেওয়া হয়েছে। মঙ্গলবার প্রকাশিত সূচিতে দেখা যাচ্ছে, ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিরুদ্ধে নির্ধারিত কেন্দ্রেই খেলতে হবে বাবর আজমের দলকে। তবে ক্রিকেট মহলের ধারণা শেষ পর্যন্ত সব বাধা টপকে পাক দল ভারতের মাটিতে পা রাখবে। 

ভারত বনাম পাক ম্যাচ নিয়ে এর আগেও জটিলতা তৈরি হয়েছে। ২০১১ সালে ৫০ ওভারের বিশ্বকাপ থেকে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা নিয়েও অনেক জট পেকেছিল। কিন্তু দিনের শেষে সব ইগো ও রাজনীতির লড়াইকে পিছনে ফেলে জিতেছিল ক্রিকেট। এবারও তেমনই কিছু ঘটবে বলে আশা করছে ক্রিকেট দুনিয়া।  

বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচ— 

৬ অক্টোবর কোয়ালিফায়ার ১ (হায়দরাবাদ)

১২ অক্টোবর কোয়ালিফায়ার ২ (হায়দরাবাদ)

১৫ অক্টোবর ভারত (আহমেদাবাদ)

২০ অক্টোবর অস্ট্রেলিয়া (বেঙ্গালুরু)

২২ অক্টোবর আফগানিস্তান (চেন্নাই)

২৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকা (চেন্নাই)

৩১ অক্টোবর বাংলাদেশ (কলকাতা)

৪ নভেম্বর নিউজিল্যান্ড (বেঙ্গালুরু)

১২ নভেম্বর ইংল্যান্ড (কলকাতা)

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.