ইস্টবেঙ্গলকে হারিয়ে আই লিগের খেতাবি দৌড়ে অনেকটা এগিয়ে গেল চেন্নাই সিটি
ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হোম এবং অ্যাওয়ে ম্যাচে জয় তুলে নিল চেন্নাই সিটি।
নিজস্ব প্রতিবেদন : আই লিগে ফের ছন্দপতন ইস্টবেঙ্গলের। অ্যাওয়ে ম্যাচে চেন্নাই সিটির কাছে এগিয়ে গিয়েও হারতে হল লাল-হলুদকে। কোয়েম্বাটোরে স্প্যানিশ যুদ্ধে চেন্নাইয়ের কাছে ২-১ গোলে হেরে গেল আলেসান্দ্রো গার্সিয়ার ইস্টবেঙ্গল।
আরও পড়ুন - অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে সমতা ফেরাতে মরিয়া বিরাটরা
লিগের শীর্ষে থাকা চেন্নাইয়ের বিরুদ্ধে শুরু থেকেই জয়ের জন্য ঝাঁপায় ইস্টবেঙ্গল। ম্যাচের শুরুতে গোল পেয়েও যায় আলেসান্দ্রোর দল। ম্যাচের ৯ মিনিটে লালডানমাইয়া রালতের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। প্রথমার্ধে ব্যাবধান ধরে রাখে লাল-হলুদ। কিন্তু দ্বিতীয়ার্ধে একেবারে অন্য মেজাজে দেখা গেল আকবর নওয়াজের চেন্নাইকে। দ্বিতীয়ার্ধের শুরুতেই পেড্রোর মানজির গোলে সমতায় ফেরে চেন্নাই সিটি। এরপরেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় রোমারিও. মানজি, নেস্টররা। অন্যদিকে ম্যাচে বার বার ঝামেলায় জড়িয়ে পড়েন টনি, কোলাডো, কাশিমরা। ৭০ মিনিটে রোমারিওর গোলে এবার ব্যবধান বাড়িয়ে নেয় চেন্নাই। পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক নওয়াজের দলের। শেষপর্যন্ত ২-১ গোলেই ম্যাচ জিতে নেয় চেন্নাই।
@ChennaiCityFC steal all the 3 points against the red and golds @eastbengalfc today.#CCFCQEB #HeroILeague #ILeagueIConquer pic.twitter.com/Ynoml1g2Zq
— Hero I-League (@ILeagueOfficial) January 14, 2019
ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হোম এবং অ্যাওয়ে ম্যাচে জয় তুলে নিল চেন্নাই সিটি। এদিনের ম্যাচ জয়ের ফলে ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে আই লিগের খেতাবি দৌড়ে অনেকটাই এগিয়ে গেল চেন্নাই। অন্যদিকে ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে আই লিগ টেবিলে ৬ নম্বরেই থেকে গেল ইস্টবেঙ্গল। শুক্রবার ইন্ডিয়ান অ্যারোজের বিরুদ্ধে পরের ম্যাচ ইস্টবেঙ্গলের।