অবসরের পরেও মহেন্দ্র সিং ধোনিকে ক্রিকেট মাঠের বাইরে রাখা যাচ্ছে না

ধোনি নিঃসন্দেহে বিশ্বের সর্বকালের সেরা উইকেটকিপার এবং ক্রিকেট ছাড়ার পরেও সব দেশের ক্রিকেটারদের মধ্যে তাঁর প্রভাব অপরিসীম।

Updated By: Dec 8, 2020, 04:12 PM IST
অবসরের পরেও মহেন্দ্র সিং ধোনিকে ক্রিকেট মাঠের বাইরে রাখা যাচ্ছে না
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন:  অবসরের পরেও মহেন্দ্র সিং ধোনিকে ক্রিকেট মাঠের বাইরে রাখা যাচ্ছে না। চলতি ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজে ভারত অধিনায়ক বিরাট কোহলি থেকে অস্ট্রেলিয়া দলের উইকেটকিপার ম্যাথিউ ওয়েড বারবার মনে করছেন ক্যাপ্টেন কুলকে।
 

আরও পড়ুন-মুরগির পর এবার গরু! উন্নত প্রজাতির গরু তৈরিতে এমএস ধোনি

সিডনিতে রবিবার দ্বিতীয় টি-২০ ম্যাচ চলাকালীন ভারতের ইনিংসের নবম ওভারে সোয়েপসনের বলে ব্যাট করছিলেন শিখর ধাওয়ান। ওই ওভারে ওয়েড স্টাম্পের অ্যাপিল করেন কিন্তু ধাওয়ান ঠিক সময়ে ক্রিজে ফেরৎ আসেন এবং আউট হওয়া থেকে বেঁচে যান। এরপরেই ওয়েড ধাওয়ানকে বলেন, “আমি ধোনি নই”। এ নিয়ে মাঠেই হেসে ফেলেন শিখর ধাওয়ান।

অপরদিকে ভারতের ফিল্ডিংয়ের সময় গ্যালারিতে ভারতীয় সমর্থকরা ধোনির সমর্থনে পোস্টার দেখালে মাঠ থেকে বিরাট কোহলি আঙুল দিয়ে ইঙ্গিত করেন যে তিনিও তাঁর প্রাক্তন অধিনায়কের অভাব অনুভব করছেন। যা রীতিমতো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
ধোনি নিঃসন্দেহে বিশ্বের সর্বকালের সেরা উইকেটকিপার এবং ক্রিকেট ছাড়ার পরেও সব দেশের ক্রিকেটারদের মধ্যে তাঁর প্রভাব অপরিসীম।

আরও পড়ুন- ঋদ্ধিমান সাহার ব্যাটে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচে হার বাঁচাল ভারত

.