বাংলার মেয়ে Indrani ইংল্যান্ডে যাচ্ছেন মিতালিদের সঙ্গে, মাথায় রাখবেন শুধু MS Dhoni র পরামর্শ
বাংলা ছেড়ে ইন্দ্রাণী খেলছেন পড়শি রাজ্য ঝাড়খণ্ডের হয়ে।
![বাংলার মেয়ে Indrani ইংল্যান্ডে যাচ্ছেন মিতালিদের সঙ্গে, মাথায় রাখবেন শুধু MS Dhoni র পরামর্শ বাংলার মেয়ে Indrani ইংল্যান্ডে যাচ্ছেন মিতালিদের সঙ্গে, মাথায় রাখবেন শুধু MS Dhoni র পরামর্শ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/05/16/320679-yui.jpg)
নিজস্ব প্রতিনিধি: মিতালি রাজদের সঙ্গে ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলার মেয়ে ইন্দ্রাণী রায় (Indrani Roy)। উইকেটকিপিংয়ের পাশাপাশি ওপেনারও তিনি। ইংল্যান্ড সফরের তিন ফর্ম্যাটেই জাতীয় দলের হয়ে ডাক পেয়েছেন ইন্দ্রাণী। বাংলা ছেড়ে দীর্ঘদিন তিনি খেলছেন পড়শি রাজ্য ঝাড়খণ্ডের হয়ে। ইন্দ্রাণীর আদর্শ কিংবদন্তি এমএস ধোনি (MS Dhoni)। একাধিকবার তাঁর 'মাহি স্যার'-এর সঙ্গে ক্রিকেট নিয়ে কথা হয়েছে।
আরও পড়ুন: Tokyo Olympics 2020: পাখির চোখ অলিম্পিক্স হলেও পিস্তলের বদলে Manu র হাতে এখন পেন!
ইন্দ্রাণী স্পোর্টসস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে বলছেন, ধোনি তাঁকে বলেছেন, পাঁচ মিটার বৃত্তের মধ্যে নিজের রিফ্লেক্স আর মুভমেন্ট নিয়েই আরও উন্নতি করতে বলেছেন। ইন্দ্রাণী জানাচ্ছেন, "মাহি স্যারের পরামর্শগুলোই চেষ্টা করে যাব ও আরও উন্নতি করব। সেটাই আমাকে সাহায্য করেছে। ওঁর মতো কোনও মাহি স্যারের মতো কিংবদন্তির থেকে একটা বা দু'টো কথাই আমার খেলাটা বদলে দিয়েছে। প্রতিবার যখন মাঠে নামি আমি ওঁর টিপসগুলোই মাথার রাখার চেষ্টা করি।”