Bangladesh vs Zimbabwe: নাচতে নাচতে ঝগড়া করলেন Taskin Ahmed ও Blessing Muzarabani!
এই 'হাস্যকর' ঝগড়ার ভিডিয়ো রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে নেটপাড়ায়।
নিজস্ব প্রতিবেদন: ক্রিকেটে কত কী না হয়! তবে বাইশ গজে যে, নাচতে নাচতে দুই ক্রিকেটারের মধ্যে ঝগড়া হতে পারে তা বোধ হয় কল্পনাতেও ছিল না। সৌজন্যে তাসকিন আহমেদ (Taskin Ahmed) ও ব্লেসিং মুজারাবানি (Blessing Muzarabani)। অদ্ভুত এই ঘটনার সাক্ষী থেকেছে জিম্বাবোয়ে-বাংলাদেশ টেস্ট।
বাংলাদেশ একটি মাত্র টেস্ট, তিনটে ওয়ানডে ও তিনটি টেস্ট খেলতে জিম্বাবোয়েতে সফররত। হারারে স্পোর্টস ক্লাবে চলছে সিরিজের একমাত্র টেস্ট। টস জিতে বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৪৬৮ রান (মোমিনুল ৭০, মাহমুদুল্লাহর অপরাজিত ১৫০ ও লিটন দাস ৯৫) টেলএন্ডারের ভূমিকায় নেমে তাসকিনের ব্যাট থেকে এসেছে অনবদ্য ৭৫ রান।
আরও পড়ুন: এখনই জাতীয় দলের কোচ হিসেবে নয়, Dravid কে তরুণদের মেন্টর হিসেবেই চাইছেন Jaffer
Now this is something!
Muzarabani and Taskin get into each other's faces!
Rabbitholebd #ZIMvBAN #BANvZIM #Cricket pic.twitter.com/mJmR8QfpFI
(@shihabahsankhan) July 8, 2021
পেসার মুজারাবানির বল জাজ করার পর তাসকিন নেচে ওঠেন জিম্বাবোয়ের বোলারকে তাতানোর জন্য। আর এরপরেই মুজারাবানির তেড়ে যান তাসকিনের দিকে। চোখে-চোখ রেখে দুই ক্রিকেটারের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলে। এই 'হাস্যকর' ঝগড়ার ভিডিয়ো রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে নেটপাড়ায়।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)