WATCH | Heart Attack: জিতেছিলেন প্রথম রাউন্ড, আচমকাই মুখ থুবড়ে পড়েন চ্যাম্পিয়ন! হাড়হিম মৃত্যুর ভিডিয়ো

Heart Attack: হৃদরোগেই অকালে ঝরে যাচ্ছে কত প্রাণ! ফের এক মর্মান্তিক ঘটনা...

Updated By: Feb 25, 2025, 05:33 PM IST
WATCH | Heart Attack: জিতেছিলেন প্রথম রাউন্ড, আচমকাই মুখ থুবড়ে পড়েন চ্যাম্পিয়ন! হাড়হিম মৃত্যুর ভিডিয়ো

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জয়পুরের জেলা চ্যাম্পিয়ন হিসেবে পরিচিত মোহিত শর্মা (Mohit Sharma), তিনি চণ্ডীগড়ে অনুষ্ঠিত সর্বভারতীয় বিশ্ববিদ্যালয় স্তরে উশু চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন। দাপটের সঙ্গে জিতেছিলেন প্রথম রাউন্ড, কিন্তু দ্বিতীয় রাউন্ড শুরুর আগেই আচমকাই মুখ থুবড়ে পড়েন ফ্লোরে! আর ওঠা হয়নি চ্যাম্পিয়ন উশু খেলোয়াড়ের। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় একই খবর আসছে। আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু! মোহিতের প্রয়াণের কারণও সেই মারণ হৃদরোগ! 

আরও পড়ুন: 'ওমান-আমেরিকার চেয়েও খারাপ পাকিস্তান, আগামী ৬ মাস ঠিক এভাবেই হারবে...'

তিনদিন আগের খবর এবার সামনে এসেছে। মোহিতকে সেদিন সঙ্গে সঙ্গে চণ্ডীগড় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মোহিতের ঘটনার পর রাজস্থান বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে, টুর্নামেন্ট আয়োজনে তাঁদের কোনও ভূমিকা নেই। আয়োজক দীপক কুমার বলেছেন যে, মোহিত শর্মা প্রথম রাউন্ডে জিতেছিলেন এবং দ্বিতীয় রাউন্ডেও ভালো জায়গায় ছিলেন। কিন্তু আচমকাই তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটে। ম্যাচ চলাকালীন যখন মোহিত রিংয়ে ঢুকেছিলেন, তখন হঠাৎ তিনি মুখ থুবড়ে পড়ে যান। রেফারি তাঁকে উপরে টেনে তোলার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি উঠতে পারেননি। এরপর তাঁকে রিং থেকে নামিয়ে আনা হয়। সকলে সিপিআর দিয়ে মোহিতকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত মোহিত রিংয়েই মারা যান।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

দিন পাঁচেক আগেরাজস্থান থেকে এসেছিল এক মর্মান্তিক খবর। বিকানের জেলায় জুনিয়র ন্যাশনাল গেমসের স্বর্ণপদকজয়ী পাওয়ার-লিফটারের মর্মান্তিক মৃত্যু হয়েছিল। মাত্র ১৭ বছর বয়সেই প্রাণ হারান ইয়াস্তিকা আচার্য। ২৭০ কেজি লোহার রড নিয়ে পাওয়ার লিফট করছিল সে। অনুশীলন চলাকালীন সেই রড তার ঘাড়ে পড়ে যায়। রডের চাপেই প্রাণ হারায় তরুণী অ্যাথলিট। ইয়াস্তিকা জিমে পাওয়ার লিফটের অনুশীলন করছিলেন। ওজন তোলার সময়েই ২৭০ কেজি ওজনের এক রড তার ঘাড়ের উপরে এসে পড়ে। ওজনের চাপে তার ঘাড় ভেঙে যায়। পাওয়ার লিফ্টারদের সঙ্গে থাকে ট্রেনারও। সেই সময় ইয়াস্তিকার সঙ্গে ছিলেন তার ট্রেনারও। তিনিও চোট পান। দুর্ঘটনার পরই তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ইয়াস্তিকাকে মৃত ঘোষণা করা হয়।

আরও পড়ুন: আয়োজকদেরই লজ্জার বিদায়! অশান্তির আগুনে জ্বলছে পাকিস্তান, চাকরি যাচ্ছে হেড কোচের

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.