ম্যাঞ্চেষ্টার সিটিকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ খেতাবের দিকে এগোলো চেলসি

ম্যাঞ্চেষ্টার সিটিকে দুই-এক গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ খেতাবের দিকে আরও এক পা বাড়ল চেলসি। স্ট্যামফোডব্রিজের মহারণ জিতে বিলেতের সেরা হওয়ার আরও কাছে ব্লুজরা। বুধবার রাতে জোড়া গোল করে চেলসির জয়ের নায়ক ইডেন হ্যাজার্ড। গুয়ার্দিওলা বনাম কন্তের ট্যাকটিকাল ফাইটে বজিমাত করলেন কন্তে। চেলসি বনাম সিটির দ্বৈরথ জেট গতিতে শুরু হয়েছিল। ম্যাচের শুরুতেই হ্যাজার্ডের গোলে এগিয়ে যায় কন্তে ব্রিগেড।

Updated By: Apr 7, 2017, 09:17 AM IST
ম্যাঞ্চেষ্টার সিটিকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ খেতাবের দিকে এগোলো চেলসি

ওয়েব ডেস্ক: ম্যাঞ্চেষ্টার সিটিকে দুই-এক গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ খেতাবের দিকে আরও এক পা বাড়ল চেলসি। স্ট্যামফোডব্রিজের মহারণ জিতে বিলেতের সেরা হওয়ার আরও কাছে ব্লুজরা। বুধবার রাতে জোড়া গোল করে চেলসির জয়ের নায়ক ইডেন হ্যাজার্ড। গুয়ার্দিওলা বনাম কন্তের ট্যাকটিকাল ফাইটে বজিমাত করলেন কন্তে। চেলসি বনাম সিটির দ্বৈরথ জেট গতিতে শুরু হয়েছিল। ম্যাচের শুরুতেই হ্যাজার্ডের গোলে এগিয়ে যায় কন্তে ব্রিগেড।

আরও পড়ুন ২৭ বছরের ডেভিস কাপের কেরিয়ারে এই প্রথম দলের বাইরে লিয়েন্ডার পেজ

কিছুক্ষণের মধ্যে আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরোর গোলে সমতা ফেরায় সিটি। বিরতির দশ মিনিট আগেই হ্যাজার্ডের দ্বিতীয় গোলে ফের এগিয়ে যায় লিগ শীর্ষে থাকা চেলসি। দ্বিতীয়ার্ধ জুড়ে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা করে গুয়ার্দিওলার দল। তবে দুই-এক গোলের ব্যবধান ধরে রাখতে সফল হয় চেলসি।

আরও পড়ুন  হায়দরাবাদে শ্রীনিবাসন পৌছতেই বোর্ডের প্রশাসনিক কমিটির ঘুম ছুটে গেল

.