বিসিসিআইয়ের জবাবদিহিতে হার্দিকের উত্তর, “আন্তরিকভাবে দুঃখিত”

লিঙ্গ বৈষম্যমূলক মন্তব্যে এবার বিসিসিআইয়ের কাছে ক্ষমা চাইলেন হার্দিক পান্ডিয়া।

Updated By: Jan 11, 2019, 12:19 PM IST
বিসিসিআইয়ের জবাবদিহিতে হার্দিকের উত্তর, “আন্তরিকভাবে দুঃখিত”
ছবি-টুইটার

নিজস্ব প্রতিবেদন: লিঙ্গ বৈষম্যমূলক মন্তব্যে এবার বিসিসিআইয়ের কাছে ক্ষমা চাইলেন হার্দিক পান্ডিয়া। কফি উইথ করণ-এ নিজের মন্তব্যের জন্য আগেই ক্ষমা চেয়েছিলেন এই ভারতীয় অলরাউন্ডার। এবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের জবাবদিহিতে হার্দিক পান্ডিয়া জানালেন, তিনি “আন্তরিকভাবে দুঃখিত”।

জেনে নিন-ফের মহাসমস্যায় পাণ্ডিয়া, এবার উঠতি অভিনেত্রীকে অশ্লীল মেসেজ-এর অভিযোগ 

মহিলাদের উদ্দেশ্য করে অসম্মান জনক কথা ও কুরুচিকর মন্তব্যের জন্য  সোশ্যাল মিডিয়ায় আগেই ক্ষমা চেয়েছিলেন হার্দিক। তিনি লিখেছিলেন, “ভুল হয়েছে। আবেগ সামলাতে না পেরে অসংলগ্ন মন্তব্য করে ফেলেছি। কাউকে আঘাত করার উদ্দেশ্য ছিল না। আমি কারও ভাবাবেগে আঘাত করতে চাইনি।”

আরও পড়ুন- মহিলাদের অসম্মান করে মন্তব্য! বিসিসিআইয়ের জবাবদিহি, ক্ষমা চাইলেন হার্দিক

এবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের শো-কজের উত্তরে হার্দিক জানালেন তিনি মন থেকে দুঃখ প্রকাশ করেছেন। যদিও কেএল রাহুল বিসিসিআইয়ের শো-কজে কী উত্তর দিয়েছেন তা এখনও জানা যায়নি।

.