Lionel Messi, FIFA World Cup Final 2022: শিয়রে মেগা ফাইনাল, প্রিয় ছাত্র লিও-কে আবেগ জড়ানো খোলা চিঠি লিখলেন তাঁর দিদিমণি
Lionel Messi: ১৯৮৭ সালের ২৪ জুন রোজারিওতে জন্ম নেন 'এল এম টেন'। খুব অল্প বয়সেই জন্মস্থান ছাড়লেও চতুর্থ গ্রেড পর্যন্ত সেখানেই পড়াশোনা করেছিলেন আর্জেন্টিনার বর্তমান অধিনায়ক।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর্জেন্টিনা (Argentina) ও ক্লাবের হয়ে একাধিক ট্রফি জিতেছেন। কেরিয়ারে গড়েছেন একাধিক মাইলস্টোন। এর বাইরেও ফুটবল লিওনেল মেসিকে (Lionel Messi) কি কিছুই দেয়নি? অবশ্যই দিয়েছে। পৃথিবীজুড়ে কোটি কোটি মানুষের ভালোবাসা পেয়েছেন মেসি। এই যেমন বিশ্বকাপ ফাইনালের আগে মেসির প্রথম শিক্ষক মনিকা দমিনা (Monica Domina) তাঁর ছাত্রের জন্য ভালোবাসার বার্তা পাঠালেন। খোলা চিঠিতে লিখলেন, মৃত্যুর আগে একবার হলেও মেসিকে জড়িয়ে ধরতে চান তিনি।
মেসিকে লেখা তাঁর ছোটবেলার দিদিমণির সেই খোলা চিঠি জি ২৪ ঘন্টার পাঠকদের জন্য তুলে ধরা হল....
'হ্যালো লিও, ঈশ্বরকে ধন্যবাদ, তোমার শিক্ষিকা হতে পেরেছি। আমার ছাত্র হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। সব সময় একই রকম থাকার জন্য ধন্যবাদ। তুমি খুব সাধারণ, বিনয়ী, দুর্দান্ত একজন মানুষ। কখনও বদলাবে না। তোমার জীবনের অংশ হতে পেরে যে গৌরব অনুভব করছি, সেই উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। এমন কিছু চাওয়ার জন্য দুঃখিত। অনেক বিপর্যয়ের মধ্যেও আমাদের এতটুকু সুখ দেওয়ার জন্যই তোমাকে অনেক ধন্যবাদ। তোমার হাসিমুখটা দেখাই আমার সুখ। তুমি তোমার অনুভূতি প্রকাশ করতে পারছ, এটা আমার ভালো লাগে। আমি তোমার শিক্ষক, এটা আমার কাছে স্বপ্নের মতো। তোমার ছোটবেলার শিক্ষিকা হওয়ার সুবাদে তোমাকে একবার জড়িয়ে ধরতে চাই। বিশ্বকাপ ফাইনাল ও ভবিষ্যতের জন্য শুভকামনা রইল।'
আরও পড়ুন: FIFA World Cup 2022: মেসি-এমবাপেদের পকেটে কত টাকা ঢুকবে? জানলে চোখ কপালে উঠবে
১৯৮৭ সালের ২৪ জুন রোজারিওতে জন্ম নেন 'এল এম টেন'। খুব অল্প বয়সেই জন্মস্থান ছাড়লেও চতুর্থ গ্রেড পর্যন্ত সেখানেই পড়াশোনা করেছিলেন আর্জেন্টিনার বর্তমান অধিনায়ক। এহেন মনিকা তখন মেসির শিক্ষিকা ছিলেন। তাঁর হাত ধরেই লিখতে ও পড়তে শিখেছেন মেসি। মেসির সেই ছোটবেলার দিদিমণি এখন অসুস্থ। তিনি মেসির সঙ্গে দেখা করতে চান, একবার হলেও মেসিকে জড়িয়ে ধরতে চান।
মেসিও তাঁর ফুটবল কেরিয়ারের শেষপ্রান্তে চলে এসেছেন। আর একটা ম্যাচে জিতলেই পেলেই আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিতে পারবেন তিনি। মেসির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মেসির উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছেন সেই শিক্ষিকা।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)