হ্যারি কেনের হ্যাটট্রিক, পানামাকে উড়িয়ে শেষ ষোলোয় ইংল্যান্ড
প্রথমবার বিশ্বকাপের মূলপর্বে খেলতে আসা পানামাকে গোলবন্যায় ভাসাল ইংল্যান্ড।
নিজস্ব প্রতিবেদন : রাশিয়ায় হ্যারি কেন ঝড়ে উড়ে গেল পানামা। ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের হ্যাটট্রিক, জন স্টোনসের জোড়া গোলে পানামাকে ৬-১ গোলে হারাল ব্রিটিশরা। রাশিয়া বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বড় জয়। আর বিশ্বকাপের ইতিহাসে ইংল্যান্ডের সবচেয়ে বড় এল পানামার বিরুদ্ধেই।
#ENG record their biggest-ever #WorldCup victory to book their place in the knock-out stages! #ENGPAN pic.twitter.com/Kv9SU3dMKK
— FIFA World Cup (@FIFAWorldCup) June 24, 2018
প্রথমবার বিশ্বকাপের মূলপর্বে খেলতে আসা পানামাকে গোলবন্যায় ভাসাল ইংল্যান্ড। ইংরেজদের গোল উত্সবের শুরুটা করেন ৮ মিনিটে জন স্টোনস। ২২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান কেন। আর ৩৬ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন জেসে লিংগার্ড। ৪০ মিনিটে নিজের দ্বিতীয় এবং ইংল্যান্ডের চতুর্থ গোলটি করেন জন স্টোনস। বিরতির আগে ফের পেনাল্টি পায় ইংল্যান্ড। এবার স্পটকিক থেকে গোল করতে কোনও ভুল করেননি ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন। প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়ে যায় ইংল্যান্ড।
আরও পড়ুন- কোচ নয়, নাইজেরিয়ার বিরুদ্ধে প্রথম একাদশ ঠিক করবেন মেসিরাই!
বিরতির পর ৬২ মিনিটে গোল করে হ্যাটট্রিক করে ফেললেন হ্যারি কেন। এই নিয়ে এবারের বিশ্বকাপে ৫ গোল হয়ে গেল কেনের। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, রোমেলু লুকাকুকে টপকে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে এগিয়ে এখন এই ব্রিটিশ স্ট্রাইকার।
Leading goalscorers at the 2018 FIFA #WorldCup
5 - @HKane
4 - @Cristiano, @RomeluLukaku9 #ENGPAN pic.twitter.com/K6FVHiog8g— FIFA World Cup (@FIFAWorldCup) June 24, 2018
৭৮ মিনিটে ফিলিপে বালয়ের স্বান্তনার গোল। বিশ্বকাপে পানামার জার্সিতে প্রথম গোল করলেন বালয়। ৬-১ গোলে পানাকে উড়িয়ে দিল ইংল্যান্ড। পর পর দু'টো ম্যাচ জিতে বিশ্বকাপের শেষ ষোলোয় পৌঁছে গেল গ্যারেথ সাউথ গেটের দল।