তিনশো সপ্তাহ এক নম্বরে থাকা নিশ্চিত করলেন ফেডেরার
রজার ফেডেরারের মুকুটে আরও একটা নতুন পালক। বিশ্বের সর্বকালের সবচেয়ে সফল এই পুরুষ টেনিস খেলোয়াড় তিনশো সপ্তাহ এক নম্বরে থাকার নয়া নজির গড়লেন। টেনিস তো বটেই বিশ্বের যে কোন খেলাতেই যা নতুন নজির হয়ে থাকবে।
Updated By: Oct 11, 2012, 10:48 PM IST
রজার ফেডেরারের মুকুটে আরও একটা নতুন পালক। বিশ্বের সর্বকালের সবচেয়ে সফল এই পুরুষ টেনিস খেলোয়াড় তিনশো সপ্তাহ এক নম্বরে থাকার নয়া নজির গড়লেন। টেনিস তো বটেই বিশ্বের যে কোন খেলাতেই যা নতুন নজির হয়ে থাকবে।
টেনিস বিশ্বের সংখ্যাগরিষ্ঠ অংশ বলছে ক্রিকেটে সচিন-ব্র্যাডম্যান, বক্সিংয়ে মহম্মদ আলি, ফর্মুলা ওয়ানে মাইকেল শুমাখার, অলিম্পিকে উসেইন বোল্টের কৃতিত্বকেও ছাপিয়ে গেলেন ফেডেরার। সাংহাই মাস্টার্সের তৃতীয় রাউন্ডে তাঁর দেশের স্ট্যানলিস ওয়ারিঙ্কাকে ৪-৬, ৭-৬, ৬-৪ হারিয়ে ফেডেরার তিনশো সপ্তাহ এক নম্বরে থাকা নিশ্চিত করলেন।
Tags: