শিলিগুড়ির বড় ম্যাচে বাজিমত করল ইস্টবেঙ্গল
শিলিগুড়ির বড় ম্যাচে বাজিমত করল ইস্টবেঙ্গল। উত্তরবঙ্গের নক আউট ডার্বিতে মোহনবাগানকে ২-১ গোলে হারিয়ে আই লিগের খেতাবি লড়াই জমিয়ে দিল লালহলুদ। শিলিগুড়িতে জ্বলে উঠল মশাল। টানটান উত্তেজনার ম্যাচে নাটকের কমতি ছিল না। ম্যাচের উনচল্লিশ মিনিটে বিতর্কিত পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। গোল করে লালহলুদকে এগিয়ে দেন ডো ডং। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই মাঠ থেকে বের করে দেওয়া হয় বাগানের সহকারী কোচ শঙ্করলাল চক্রবর্তীকে। দ্বিতীয়ার্ধে গোল করার সুযোগ এসেছিল ডং, গ্লেনদের সামনে। তিয়াত্তর মিনিটে বাগান রক্ষণকে বোকা বানিয়ে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন ডং। রুদ্ধশ্বাস ম্যাচের নাটক অবশ্য এরপরও বাকি ছিল। তিরাশি মিনিটে কাতসুমির গোলে লড়াইয়ে ফেরে বাগান। সাত মিনিট ইনজুরি টাইম দেওয়া হয়। এরমধ্যে পেনাল্টি পায় গতবারের চ্যাম্পিয়নরা। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ জেজে।
ওয়েব ডেস্ক: শিলিগুড়ির বড় ম্যাচে বাজিমত করল ইস্টবেঙ্গল। উত্তরবঙ্গের নক আউট ডার্বিতে মোহনবাগানকে ২-১ গোলে হারিয়ে আই লিগের খেতাবি লড়াই জমিয়ে দিল লালহলুদ। শিলিগুড়িতে জ্বলে উঠল মশাল। টানটান উত্তেজনার ম্যাচে নাটকের কমতি ছিল না। ম্যাচের উনচল্লিশ মিনিটে বিতর্কিত পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। গোল করে লালহলুদকে এগিয়ে দেন ডো ডং। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই মাঠ থেকে বের করে দেওয়া হয় বাগানের সহকারী কোচ শঙ্করলাল চক্রবর্তীকে। দ্বিতীয়ার্ধে গোল করার সুযোগ এসেছিল ডং, গ্লেনদের সামনে। তিয়াত্তর মিনিটে বাগান রক্ষণকে বোকা বানিয়ে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন ডং। রুদ্ধশ্বাস ম্যাচের নাটক অবশ্য এরপরও বাকি ছিল। তিরাশি মিনিটে কাতসুমির গোলে লড়াইয়ে ফেরে বাগান। সাত মিনিট ইনজুরি টাইম দেওয়া হয়। এরমধ্যে পেনাল্টি পায় গতবারের চ্যাম্পিয়নরা। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ জেজে।