ইতিহাস গড়ে এএফসি কাপের শেষ ষোলায় ইস্টবেঙ্গল
আবার আন্তর্জাতিক ক্ষেত্রে সাফল্যের মুখ দেখল ইস্টবেঙ্গল। এএফসি কাপের প্রি কোয়ার্টার ফাইনালে উঠল ট্রেভর জেমস মরগ্যানের দল। মঙ্গলবার সিঙ্গাপুরের ট্যাম্পাইন্স রোভার্সকে ২-১ গোলে হারিয়ে পরের রাউন্ডে উঠল লাল হলুদ। সুভাষ ভৌমিকের পর এই কৃতিত্ব দেখালেন মরগ্যান।
ইস্টবেঙ্গল (২) ট্যাম্পাইন্স রোভার্স (১)
আবার আন্তর্জাতিক ক্ষেত্রে সাফল্যের মুখ দেখল ইস্টবেঙ্গল। এএফসি কাপের প্রি কোয়ার্টার ফাইনালে উঠল ট্রেভর জেমস মরগ্যানের দল। সিঙ্গাপুরে ৪-২ গোলে জেতার পর মঙ্গলবার যুবভারতীতে ২-১ গোলে জয় পেল মরগ্যান বাহিনী। ইস্টবেঙ্গলের হয়ে দুটি গোল করেন চিডি ও ডিকা। মঙ্গলবার সিঙ্গাপুরের ট্যাম্পাইন্স রোভার্সকে ২-১ গোলে হারিয়ে পরের রাউন্ডে উঠল লাল হলুদ।
এদিন ম্যাচের ২৫ মিনিটে চিডির গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ৬৯ মিনিটে সইফুল ইসার গোল সমতায় ফেরে সিঙ্গাপুরের ক্লাবটি। ম্যাচ শেষ হওয়ার মিনিট তিনেক আগে লালরানডিকার গোল জয় ছিনিয়ে আনে ইস্টবেঙ্গল। ম্যাচ জয়ের পর লাল হলুদ সমর্থকরা উত্সবে মাতেন। মরগ্যানকেও বেশ খুশি দেখাল। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও ইস্টবেঙ্গলের জয় নিয়ে নানা খুশির মুহূর্ত ধরা পড়ল।
ইস্টবেঙ্গলের পক্ষে স্কোরলাইন ৭-২ হলে অবাক হওয়ার কিছু থাকতনা। বোরিসিচ-ডিকা,পেনদের একগুচ্ছ গোল মিস হওয়ার জন্য দুই-এক গোলে ম্যাচ জিতল ইস্টবেঙ্গল। ম্যাচ জিতলেও ফুটবলারদের গোল মিস করার ঘটনায় ক্ষুব্ধ মরগ্যান।
গত কয়েক মরসুমে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ট্যাম্পাইন রোভার্সের পারফরম্যান্স ছিল বেশ ভাল। কিন্তু চলতি মরসুমে এএফসি কাপের দুটি ম্যাচেই ইস্টবেঙ্গলের কাছে হার হয়েছে ট্যাম্পাইন রোভার্সের। ট্যাম্পাইন কোচ নেনাদ বাসিনার স্বীকারোক্তি,এই ইস্টবেঙ্গল দল আগের থেকে অনেক শক্তিশালী।
মঙ্গলবার হোম ম্যাচে জার্সি বিভ্রাটে পড়ল ইস্টবেঙ্গল। অ্যাওয়ে ম্যাচ খেলতে একটি সেট করে জার্সি নিয়ে খেলতে এসেছিল ট্যাম্পাইন রোভার্স।কিন্তু ম্যাচের আগে জানা যায় ট্যাম্পাইনের জার্সিতে লাল রঙের আধিক্য। ইস্টবেঙ্গলের হোম ম্যাচের জার্সিতেও লাল রঙ।