জয়ের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের

আই লিগে জয়ের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের।যুবভারতীতে পুণে এফ সি-কে তিন-এক গোলে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখলেন টোলগেরা।আরও একবার দ্বিতীয়ার্ধে বাজিমাত করল ট্রেভর মরগ্যানের দল।

Updated By: Nov 9, 2011, 08:47 PM IST

আই লিগে জয়ের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের। যুবভারতীতে পুণে এফ সি-কে তিন-এক গোলে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখলেন টোলগেরা। আরও একবার দ্বিতীয়ার্ধে বাজিমাত করল ট্রেভর মরগ্যানের দল। আগের ম্যাচের মতই,এদিনও তিন বিদেশি হিসাবে মাঠে নেমেছিলেন পেন,ওপারা আর টোলগে। যদিও প্রথমার্ধে দুদলই পাল্লা দিয়ে লড়াই করে।গোলের সুযোগ পেয়েছিল দুদলই। তেতাল্লিশ মিনিটে নির্মল ছেত্রী দুরন্ত শটে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন। গত ম্যাচে ওপারার পর এই ম্যাচেও লাল-হলুদের হয়ে গোল পেলেন আরও এক ডিফেন্ডার। যদিও সেই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি।দুমিনিটের মধ্যেই অনবদ্য মুভ থেকে পুণের দলটিকে সমতায় ফেরান লেস্টার ফার্নান্ডেজ। দ্বিতীয়ার্ধে নিজের স্ট্র্যাটেজি দিয়ে বাজিমাত করে যান ইস্টবেঙ্গল কোচ। পরিবর্ত হিসাবে মাঠে নামান পাইতে আর রবিন সিংকে। আক্রমনে চাপ বাড়ান টোলগে-পেনরা। আর সেই চাপের কাছেই হার মানতে হয় পুণে এফ সি-র ডিফেন্সকে। পেন-টোলগের কম্বিনেশন থেকে গোল পায় ইস্টবেঙ্গলর।ডান পায়ের জোরালো শটে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন অসি গোলমেশিন। চলতি মরসুমে ঘরের মাঠে টোলগের এটা প্রথম গোল। খেলার একেবারে শেষ পর্বে অনবদ্য গোল করে ইস্টবেঙ্গলের জয় নিশ্চিত করে দেন স্কটিশ স্ট্রাইকার অ্যালান গও। এই জয়ের পর আই লিগে ইস্টবেঙ্গলের পাঁচ ম্যাচে পয়েন্ট দাঁড়াল দশ। জয়ের হ্যাটট্রিক বড়ম্যাচের আগে নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে লাল-হলুদ শিবিরের। তবে কার্ড সমস্যায় মরসুমের প্রথম ডার্বিতে খেলতে পারবেন না টোলগে ওজবে।

.