মরগ্যানের পাশেই ক্লাবকর্তারা

গত মরসুমের সফল কোচ মরগ্যান এই মরসুমে এখনও পর্যন্ত তিনটি ট্রফি খেলে জিতেছেন মাত্র একটি ট্রফিতে। মরগ্যানের পারফরম্যান্স নিয়ে সমালোচনা তুঙ্গে ঘরে বাইরে।

Updated By: Nov 1, 2011, 06:42 PM IST

গত মরসুমের সফল কোচ মরগ্যান এই মরসুমে এখনও পর্যন্ত তিনটি ট্রফি খেলে জিতেছেন মাত্র একটি ট্রফিতে। মরগ্যানের পারফরম্যান্স নিয়ে সমালোচনা তুঙ্গে ঘরে বাইরে। তবে কোচকে এখনই সতর্ক করতে রাজি নন ইস্টবেঙ্গল কর্তারা। বরং ব্যর্থতার সময় কোচের পাশেই রয়েছেন তাঁরা। দুই ম্যাচ এক পয়েন্ট। শুধুমাত্র আই লিগেই নয়,মরসুমের মাঝপর্যন্ত ইস্টবেঙ্গলের পারফরম্যান্সের গ্রাফ গতমরসুমের ধারেকাছেও নয়। সুপার কাপ জয়,ফেডকাপের রানার্স হওয়ার পরও প্রশ্নের মুখে মরগ্যানের পারফরম্যান্স।মরগ্যানের গাওপ্রীতি,গত মরসুমের সফল বিদেশি পেনকে বসিয়ে রাখা-এত সব অভিযোগ থাকা সত্ত্বেও লাল হলুদ ক্লাবকর্তারা কিন্তু ব্রিটিশ কোচের পাশেই রয়েছেন। প্রতিদ্বন্ধী মোহনবাগানকে কটাক্ষ করেই ইস্টবেঙ্গল কর্তা ডঃ শান্তিরঞ্জন দাশগুপ্তের দাবি,তাঁদের সংস্কৃতিতে কোচ তাড়ানো হয়না,ব্যর্থ হলে কোচের পাশে দাঁড়ানোই তাঁদের মূল কর্তব্য।

.