প্রিয় মাঠে শতরান দ্রাবিড়ের
নিজের প্রিয় মাঠ ইডেনে শতরান করলেন রাহুল দ্রাবিড়। সচিনের আটত্রিশ রানে আউট হওয়ার পর ইডেন যখন মুষড়ে পড়েছে,তখনই ভারতীয় দলকে অক্সিজেন যোগালেন রাহুল।
নিজের প্রিয় মাঠ ইডেনে শতরান করলেন রাহুল দ্রাবিড়। সচিনের আটত্রিশ রানে আউট হওয়ার পর ইডেন যখন মুষড়ে পড়েছে,তখনই ভারতীয় দলকে অক্সিজেন যোগালেন রাহুল।ভারতীয় ক্রিকেটের ওয়ালের এটি ছত্রিশতম টেস্ট সেঞ্চুরি। এই নিয়ে ইডেনে করলেন চতুর্থ সেঞ্চুরি।দুরন্ত ফর্মে থাকা রাহুলের এই মরসুম এখনও পর্যন্ত এটি পঞ্চম সেঞ্চুরি।
নিজের প্রিয় মাঠ ইডেনে শতরান করলেন রাহুল দ্রাবিড়। ভারতীয় ক্রিকেটের ডিপেন্ডেবলের এটি ছত্রিশতম টেস্ট সেঞ্চুরি। সচিন আটত্রিশ রানে আউট হওয়ার পর ইডেন যখন মুষড়ে পড়েছে,তখনই দর্শকদের অক্সিজেন যোগালেন রাহুল। দিনের শেষে তিনি অপরাজিত আছেন এই নিয়ে দ্রাবিড় ইডেনে করলেন চারটি সেঞ্চুরি। দুরন্ত ফর্মে থাকা রাহুলের এই মরসুমে এখনও পর্যন্ত এটি পঞ্চম সেঞ্চুরি। লক্ষ্মণের সঙ্গে জুটি বেঁধে দ্রাবিড়ের এটি বারোতম শতরান। দিনের শেষে একশো উনিশ রানে বোল্ড হয়ে যান দ্রাবিড়।ইংল্যান্ড সফর থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন রাহুল। তার এই পারফরম্যান্সে নির্বাচকরা ইংল্যান্ড সফরে একদিনের ম্যাচে তাঁকে কামব্যাক করাতে বাধ্য হন। মিডিল অর্ডারে দ্রাবিড় দলকে কতটা ভরসা যোগায়ে তাও আরও একবার প্রমাণ হল। এখনও পর্যন্ত দ্রাবিড় টেস্ট খেলেছেন একশ উনষাট, তাঁর সর্বোচ্চ রান দুশো সত্তর, শতরান ছত্রিশটি।