বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেলছে 'বছরের সেরা ফিল্ডার',দেখুন ভিডিয়ো
প্রথমে ঠিক উইকেট কিপারের পজিশনে দাঁড়াচ্ছে।
নিজস্ব প্রতিবেদন: কুকুরের সঙ্গে মানুষের নিবিড় যোগ সুদূর অতীত থেকেই। বিশ্বস্ত থেকে অনুগত - সুখ্যাতি কম নেই সারমেয়দের। সঙ্গে নিরাপত্তা থেকে বন্ধুত্বেরও ভুরিভুরি উদাহরণ রয়েছে। সেই কুকুর এবার ক্রিকেট খেলছে... এমনকী বছরের সেরা ফিল্ডারের তকমাও পেয়ে গিয়েছে সেই কুকুরটি। দেখুন ভিডিয়ো ...
পশুদের মধ্যে কুকুরই মানুষের সবচেয়ে কাছের বন্ধু। মানুষের ভাষা একমাত্র বোঝে কুকুররাই। অভিনেত্রী সিমি গারেওয়াল ৪৪ সেকেন্ডের একটি ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, "বছরের সেরা ফিল্ডারের পুরস্কার।"
An award for the Best Fielder of the Year!! pic.twitter.com/7PWBLBgnnV
— Simi Garewal (@Simi_Garewal) February 20, 2020
ভিডিয়োটিতে দেখা যাচ্ছে পোষ্য কুকুর বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেলছে। প্রথমে ঠিক উইকেট কিপারের পজিশনে দাঁড়াচ্ছে। তারপর ব্যাটসম্যান যে দিকে বল মারছে সেই দিকে ছুটে গিয়ে বল তুলে নিয়ে এসে বোলারের হাতে ফিরিয়ে দিচ্ছে।
নিমেষেই ভিডিয়োটি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কুকুরের এমন উইকেটকিপিং স্কিল দেখে তাজ্জব বনে গিয়েছেন নেটিজেনরা।
আরও পড়ুন - ইশান্ত-শামিদের হাত ধরে ওয়েলিংটনে ঘুরে দাঁড়াচ্ছে বিরাটরা!