দেড় ঘন্টার ভিতরেই খেল খতম, ফেডেরারকে ছুঁলেন জোকার
ফরাসী ওপেনে মোট ৭০টি ম্যাচ জয়ের ফলে রজার ফেডেরারকে ছুঁয়ে ফেললেন জোকার।
নিজস্ব প্রতিনিধি: দেড় ঘন্টার ভিতরেই খেল খতম করে দিলেন নোভাক জোকোভিচ। ফরাসী ওপেনের তৃতীয় রাউন্ডে উঠলেন সার্বিয়ান টেনিস তারকা। লিথুয়ানিয়ার প্রতিপক্ষকে হেলায় হারালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ। ম্যাচ জিততে জোকার সময় নেন মাত্র ১ ঘন্টা ২৩ মিনিট।
টেনিস কেরিয়ারে ফরাসী ওপেনে এই নিয়ে ৭০টা ম্যাচ জিতলেন নোভাক জোকোভিচ। ফরাসী ওপেনে পুরুষদের সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডে লিথুয়ানিয়ার রিকার্ডাস বেরাঙ্কিসকে হারালেন স্ট্রেট সেটে। খেলার ফল ৬-১, ৬-২, ৬-২। খেলার শুরু থেকেই কোর্টে দাপট দেখাতে শুরু করেন জোকার। আর জোকোভিচের সেই ঝোড়ো পারফরম্যান্সের সামনে ঠাঁই পেলেন না লিথুয়ানিয়ার বেরাঙ্কিস।
আরও পড়ুন- ফের মেসি-রোনাল্ডো দ্বৈরথ, মুখোমুখি সাক্ষাতে এগিয়ে কে?
শনিবার ফরাসী ওপেনের তৃতীয় রাউন্ডে কোর্টে নামবেন জোকোভিচ। তৃতীয় রাউন্ডে জোকারের প্রতিপক্ষ কলম্বিয়ার ড্যানিয়েল গালান। ফরাসী ওপেনে মোট ৭০টি ম্যাচ জয়ের ফলে রজার ফেডেরারকে ছুঁয়ে ফেললেন জোকার। দুজনেই রয়েছেন দ্বিতীয় স্থানে। ফরাসী ওপেনে ফেডেরার আর জোকোভিচের চেয়ে আরও ২৫টি ম্যাচ বেশি জিতেছেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। সবচেয়ে বেশিবার (১২) ফরাসী ওপেন জয়ের রেকর্ডও রয়েছে ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদালের দখলে। জোকোভিচ এখনও পর্যন্ত ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের মালিক হলেও ফরাসী ওপেন জিতেছেন মাত্র একবারই।