ভারতের আপত্তিকে ব্যাকফুটে পাঠিয়ে আসন্ন বিশ্বকাপে বিতর্কিত ডিআরএস-কে সবুজ সংকেত আইসিসি-র
ভারতের সব আপত্তিকে সপাটে বাউন্ডারির বাইরে পাঠিয়ে ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) ব্যবহারের উপর শীলমোহর লাগালো আইসিসি।
ওয়েব ডেস্ক: ভারতের সব আপত্তিকে সপাটে বাউন্ডারির বাইরে পাঠিয়ে ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) ব্যবহারের উপর শীলমোহর লাগালো আইসিসি।
বিসিসিআই বহুদিন থেকেই ডিআরএস এর তীব্র বিরোধীতা করে আসছে। সিদ্ধান্ত রিভিউ করার এই পদ্ধতিতে যে টেকনোলজি ব্যবহার করা হয় তার বিশ্বাসযোগ্যতার নিয়ে বারবার প্রশ্ন তুলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ডের মতে এই টেকনোলজি সম্পূর্ণ নিখুঁত নয়।
যদিও, দুবাইতে দু'দিনের বৈঠকের পর আইসিসি জানিয়ে দিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে আসন্ন বিশ্বকাপের ৪৯ টি ম্যাচেই ব্যবহৃত হবে ডিআরএস।
২০০৯ সালে নিউজিল্যান্ডের মাটিতে তাদের সঙ্গে পাকিস্তানের টেস্ট সিরিজে প্রথম ব্যবহার হয় ডিআরএস। ২০১১ সালে ভারতে বিশ্বকাপের সময়ও ব্যবহার করা হয়েছিল এই পদ্ধতি। কিন্তু সেই বিশ্বকাপেই ইংল্যান্ডের একটি ম্যাচে ইয়ান বেলের বিতর্কিত আউটকে কেন্দ্র করে তীব্র সমালোচনার মুখে পড়ে ডিআরএস।