East Bengal: ৮৫ মিনিট পর্যন্ত এগিয়েও ড্র! জিততে যেন ভুলেই গিয়েছে লাল-হলুদ!
Chennaiyin FC 1-1 East Bengal HIGHLIGHTS ISL 2023-24: এগিয়ে থেকেও ড্র করল ইস্টবেঙ্গল। টানা চার ম্য়াচ জয়ের মুখ দেখা হল না কুয়াদ্রাত অ্যান্ড কোংয়ের।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কী হচ্ছে, কেন হচ্ছে! প্রায় প্রতি ম্যাচের ফলাফল দেখে, এই হতাশাগুলোই সঙ্গী হয়ে উঠেছে ইস্টবেঙ্গলের (East Bengal) সমর্থকদের। দুঃসময় কিছুতেই পিছু ছাড়ছে না লেসলি ক্লডিয়াস সরণির ঐতিহ্যাবাহী ক্লাবের। শনিবার অর্থাৎ আজ ইস্টবেঙ্গল খেলতে নেমেছিল চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে (Chennaiyin FC vs East Bengal)। আইএসএলে (ISL 2023-24) অ্যাওয়ে ম্যাচ ছিল ক্লেটন সিলভাদের। জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ৮৫ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও ড্র করল কার্লেস কুয়াদ্রাতের (Carles Cuadrat) শিষ্য়রা। ফের পয়েন্ট নষ্ট করলে ইস্টবেঙ্গল। টানা চার ম্যাচ জয়ের মুখ দেখা হল না ইস্টবেঙ্গলের। এবার ১২ দলীয় আইএসএল লড়াইয়। ছয় ম্য়াচ থেকে পাঁচ পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল রইল নয়ে।
আরও পড়ুন: Vijay Hazare Trophy 2023: অভিমন্যু একাই ১৪১! বরোদাকে উড়িয়ে দিল বাংলা, পরপর জয়
বিমান বিভ্রাটের জন্য় গতকাল গভীর রাতে চেন্নাই এসেছিলেন ক্লেটনরা। জেট ল্য়াগ অস্বীকার করার কোনও জায়গায় নেই। তবুও এদিন ইস্টবেঙ্গল শুরুটা ভালোই করেছিল। ম্য়াচের ২৯ মিনিটেই গোলের দেখা পেয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। যদিও এই গোলটি হয় চেন্নাইয়িনের সৌজন্যেই। গিলের দারুণ থ্রো থেকে বল পেয়ে প্রতিপক্ষের বক্সের কাছে পৌঁছে যান পিভি বিষ্ণু। ৮২ নম্বর জার্সিধারী গোলমুখী শট নিয়েছিলেন, তবে হতশ্রী ভুল করে বসেব আয়ূষ অধিকারী। আত্মঘাতী গোলে ১-০ এগিয়ে যায় ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধেও ইস্টবেঙ্গল শুরুটা খারাপ করেনি। তবে খেলা যত গড়াতে থাকে, তত ক্লান্সি গ্রাস করে নেয় লাল-হলুদ ফুটবলারদের। আক্রমণের সেই ঝাঁজও হারিয়ে যায়। আর সেই সুযোগেই ম্য়াচের ৮৬ মিনিটে চেন্নাইয়িন গোল করে সমতা ফিরিয়ে আনে। পার্দোর ভুলেই গোল হজম করে ফেলে ইস্টবেঙ্গল। এর সঙ্গেই শেষ হয়ে যায় ইস্টবেঙ্গলের তিন পয়েন্ট তুলে আনার আশা।
আরও পড়ুন: IPL 2024 Auction: হার্দিক ফিরছেন মুম্বইয়ে! রেকর্ড অঙ্কের লেনদেন, ইতিহাস লিখছে আইপিল
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)