IPL 2022: ইতিহাস গড়ল Dhoni-র টিম, ভারতের প্রথম স্পোর্টস ইউনিকর্ন চেন্নাই সুপার কিংস

সিএসকে-এর মার্কেট ভ্যালু ৭৬০০ কোটি টাকারও বেশি।

Updated By: Jan 31, 2022, 07:46 AM IST
IPL 2022: ইতিহাস গড়ল Dhoni-র টিম, ভারতের প্রথম স্পোর্টস ইউনিকর্ন চেন্নাই সুপার কিংস
CSK-এর মার্কেট ভ্যালু ৭৬০০ কোটি টাকারও বেশি। ফোটো- টুইটার

নিজস্ব প্রতিবেদন: মাঠে নামার আগেই ইতিহাস সৃষ্টি করল এম এস ধোনির (MS Dhoni)  টিম চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। ১৫ তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) আগেই চারবারের বিজয়ী চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজি নয়া রেকর্ড তৈরি করে ফেলেছে। ভারতের প্রথম স্পোর্টস ইউনিকর্ন কোম্পানি হিসেবে পরিচিত হল সিএসকে (CSK)। সিএসকে-এর মার্কেট ভ্যালু ৭৬০০ কোটি টাকারও বেশি। কোম্পানির শেয়ার বর্তমানে ২১০-২২৫ এর মধ্যে রেকর্ড বন্ড মূল্যে ট্রেড করছে।

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন সিএসকে গত বছর দুবাইতে চতুর্থ আইপিএলের শিরোপা জিতেছিল। এখন সেই টিমের বর্তমান মার্কেট ভ্যালু মূল সংস্থা ইন্ডিয়া সিমেন্টের মার্কেট ভ্যালুর থেকেও বেশি। শুক্রবারের স্টক মার্কেট অনুসারে সিমেন্ট কোম্পানির বাজার-মূল্য ছিল ৬৮৬৯ কোটি টাকা। 

গত মরসুমে CSK-এর চতুর্থ আইপিএল শিরোপা জেতা এবং রেকর্ড দামে আসন্ন মরসুমে দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হওয়া, মূলত এই দুটি কারণই টিমের মার্কেট ক্যাপকে শীর্ষস্থানে পৌঁছে দিয়েছে। সঞ্জীব গোয়েঙ্কার নেতৃত্বাধীন RPSG গ্রুপ ৭০৯০ কোটি টাকায় লখনউ ফ্র্যাঞ্চাইজি (লখনউ সুপার জায়ান্টস) কিনেছে, অন্যদিকে সিভিসি ক্যাপিটাল ৫৬২৫ কোটিতে আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির দখল নিয়েছে। 

আরও পড়ুন, IPL Auction 2022: আইডল MS Dhoni-র পেপটক পেলেন ভুটানের Mikyo Dorji, ভিডিওটি দেখুন

ইন্ডিয়া সিমেন্টের ম্যানেজিং ডিরেক্টর এবং বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এর প্রাক্তন সভাপতি এন. শ্রীনিবাসন, শুক্রবার বলেছেন, "ব্র্যান্ড সিএসকে ব্র্যান্ড ইন্ডিয়া সিমেন্টকে ছাড়িয়ে যাবে৷ যদি মার্কিন যুক্তরাষ্ট্রে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগের ইতিহাস দেখা যায় তাহলেও এটি সবকিছুকে ছাপিয়ে যাবে। ক্রিকেটের প্রতি আবেগ ভারতে অনেক বেশি। আগামীতে আমাদের এগিয়ে যাওয়ার সঙ্গেই ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক লিগগুলি দেশে অগ্রাধিকার পাবে।”

গতবার আইপিএল ফাইনালের সপ্তাহে সিএসকে-র শেয়ার স্টক ১১০-১২০ টাকায় ট্রেড করছিল কিন্তু বর্তমানে ২১০-২২৫ টাকার প্রাইস-ব্যান্ড ট্রেড করছে। ২০১৮ সালের নভেম্বরে ১২-১৫ টাকার স্তর থেকে মাত্র তিন বছরে সিএসকে'র স্টকের দাম ২০০০ শতাংশের বেশি বেড়ে গিয়েছে। এক সপ্তাহের মধ্যে সিএসকেসিএল-এর মার্কেট ক্যাপ প্রায় ৭০০০ কোটি টাকায় আসে, যা ইউনিকর্ন ক্লাবে এটি তৈরি করতে মাত্র ৫০০ কোটি টাকা কম। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.