চ্যাম্পিয়ন হওয়ার দিকে চেলসি
Updated By: Mar 7, 2017, 09:58 PM IST
ব্যুরো: ইংলিশ প্রিমিয়ার লিগ খেতাবের দিকে আরও এক পা বাড়াল চেলসি। সোমবার রাতে লন্ডন ডার্বিতে ওয়েস্ট হ্যামকে দুই-এক গোলে হারাল অ্যান্টোনিও কন্তের দল। গত অক্টোবারে এই ওয়েস্ট হ্যামের কাছে হেরে লিগ কাপ থেকে বিদায় নিয়েছিল ব্লুজরা। একই মাঠে সোমবার রাতে জিতে বদল নিল চেলসি। ম্যাচের পঁচিশ মিনিটে ইডেন হ্যাজার্ডের গোলে এগিয়ে যায় কন্তে ব্রিগেড। বিরতির পরেই দিয়েগো কোস্তার গোলে ব্যবধান বাড়ে। চলতি মরশুমে দুরন্ত ফর্মে রয়েছেন স্প্যানিশ এই স্ট্রাইকার। করে ফেলেছেন আঠেরোটি গোল। ম্যাচের ইনজুরি টাইমে ওয়েস্ট হ্যামের হয়ে একটা গোল শোধ করেন লানজিনি। এই জয়ের ফলে সাতাশ ম্যাচে ছেষট্টি পয়েন্টে পৌছে গেল চেলসি। লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা টটেনহ্যামের থেকে দশ পয়েন্টে এগিয়ে ব্লুজরা।