AUS Vs SA | Champions Trophy 2025: ধুয়ে গেল অজি-প্রোটিয়া দ্বৈরথ! জমে দই চ্যাম্পিয়ন্স ট্রফি, কারা পেল বাড়তি অক্সিজেন?

Champions Trophy Group B Scenarios: ধুয়ে গেল অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার খেলা, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ 'বি'র সমীকরণ ঠিক কী দাঁড়াল?  

Updated By: Feb 25, 2025, 08:12 PM IST
AUS Vs SA | Champions Trophy 2025: ধুয়ে গেল অজি-প্রোটিয়া দ্বৈরথ! জমে দই চ্যাম্পিয়ন্স ট্রফি, কারা পেল বাড়তি অক্সিজেন?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গতবছর ডিসেম্বরে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) সূচি ঘোষিত হয়েছিল! ৮ দলীয় লড়াই হচ্ছে। প্রতিটি গ্রুপে চারটি করে দল। ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউ জ়িল্যান্ডকে নিয়ে একটি গ্রুপ। অপর গ্রুপে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান। গ্রুপ 'এ' থেকে ভারত-নিউ জ়িল্যান্ড চলে গিয়েছে শেষ চারে। তবে এখনও গ্রুপ 'বি' থেকে এখনও দুই দলের নাম নির্ধারিত হয়নি। 

আজ, মঙ্গলবার রাওয়ালপিণ্ডিতে গ্রুপ 'বি'র ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা, টুর্নামেন্টের সপ্তম ম্যাচ ধুয়ে গেল বৃষ্টিতে। রাওয়ালপিণ্ডিতে এদিন এমনই বৃষ্টি হয়েছে যে, খেলা তো দূরের কথা, টসও হয়নি। যার ফলে দুই দলের ভিতর পয়েন্ট ভাগাভাগি হয়ে গেল। ২ ম্যাচে ৩ পয়েন্টের সুবাদে টেম্বা বাভুমা ও স্টিভ স্মিথরা লিগ তালিকায় রইলেন এক ও দুই নম্বরে। নেট রানরেটে অনেকটা এগিয়ে থেকে বাভুমারা একে। স্মিথরা দুয়ে। 

ওদিকে গ্রুপের বাকি দুই দল ইংল্যান্ড ও আফগানিস্তান রয়েছে যথাক্রমে তিন ও চার নম্বরে। দুই দলই একটি করে ম্যাচ খেলেছে এবং হেরেছে। পয়েন্টের খাতা খুলতে পারেনি। অজি-প্রোটিয়া দ্বৈরথধ ধুয়ে যাওয়ায় দেখা যাক গ্রুপ বি-তে কোন দলের সামনে নকআউটে থ্রু করার সুযোগ থাকছে এখন...

আরও পড়ুন: ISIS আতঙ্কে কাঁপছে চ্যাম্পিয়ন্স ট্রফি! অপহৃতদের তালিকা তৈরি, ভয়ংকর ফাঁদে রোহিতরাও?

অস্ট্রেলিয়া: নকআউটের যোগ্যতা অর্জনের ক্ষেত্রে, এই প্রতিযোগিতার দু'বারের বিজয়ী দল অস্ট্রেলিয়া এগিয়ে রয়েছে। স্মিথদের সেমিফাইনাল পর্বে যাওয়ার জন্য স্রেফ একটি ম্যাচ জিতলেই হবে। তারা তাদের গ্রুপ পর্বের শেষ খেলায় আফগানিস্তানের মুখোমুখি হবে। যারা ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের ম্যাচটি মনে রেখেছে, আবারও একটি দুর্দান্ত ম্যাচ হতে চলেছে।

দক্ষিণ আফ্রিকা: আফগানিস্তানের বিরুদ্ধে দাপুটে জয়ের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক পয়েন্ট এসেছে বাভুমাদের। গ্রুপে শীর্ষে রামধনু দেশ। অস্ট্রেলিয়া নকআউটে তাদের স্থান নিশ্চিত করার জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে জেতার চেষ্টা করবে। এমনকী যদি তারা হেরেও যায়, তবুও পরিস্থিতি তাদের পক্ষে যেতে পারে। কারণ তাদের নেট রান-রেট চার দলের মধ্যে শীর্ষে।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

ইংল্যান্ড: অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়ে বাটলাররা চাপে। নকআউট পর্বে যেতে হলে আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের বাকি দুটি ম্যাচ  জিততে হবে। বেন ডাকেটের দারুণ ব্যাটিংয়েও অস্ট্রেলিয়া ইতিহাস লিখেছিল। এখন এগিয়ে যেতে হলে আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকাকে হারাতেই হবে।

আফগানিস্তান: আফগানিস্তান টুর্নামেন্টে চমকে দিতে পারে বলে অনেকেই মনে করেছিল। কিন্তু এবার, তারা এখনও পর্যন্ত সেই দৃঢ়তা দেখাতে পারেনি। কারণ তারা দক্ষিণ আফ্রিকার কাছে শোচনীয় ভাবে হেরেছে। এখন হাশমাতুল্লাহ শহিদির নেতৃত্বাধীন দলকে সেমিফাইনালে যেতে হলে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে হারাতে হবে।

আরও পড়ুন: ৯২৫ মিলিয়ন ডলারের IPL দলের মালকিন, BJP-যোগে ১৮ কোটির ঋণ মকুব? বিস্ফোরক প্রীতি...
 

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

 

 

.