গোলাপি বলে সুদীপের সেঞ্চুরি, ঢুকে পড়লেন ভারতীয় দলের লড়াইয়ে

দলীপ ট্রফিতে শতরান করে নজর কাড়লেন বাংলার সুদীপ চ্যাটার্জী। ভারতীয় সবুজ দলের বিরুদ্ধে প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে শতরান করেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। গত মরসুমে রঞ্জি ট্রফিতে দারুন পারফর্ম করার দরুন সুদীপ সুযোগ পেয়েছিলেন ভারতের এ দলে। এবার দলীপেও শতরান করে নির্বাচকদের নজরে চলে এলেন সুদীপ চ্যাটার্জী। ১১৪ রানে আউট হলেন সুদীপ। এদিন সুদীপের সঙ্গে শতরান করেন ভারতীয় লাল দলের অভিনব মুকুন্দও।

Updated By: Aug 24, 2016, 10:22 PM IST
গোলাপি বলে সুদীপের সেঞ্চুরি, ঢুকে পড়লেন ভারতীয় দলের লড়াইয়ে

ওয়েব ডেস্ক: দলীপ ট্রফিতে শতরান করে নজর কাড়লেন বাংলার সুদীপ চ্যাটার্জী। ভারতীয় সবুজ দলের বিরুদ্ধে প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে শতরান করেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। গত মরসুমে রঞ্জি ট্রফিতে দারুন পারফর্ম করার দরুন সুদীপ সুযোগ পেয়েছিলেন ভারতের এ দলে। এবার দলীপেও শতরান করে নির্বাচকদের নজরে চলে এলেন সুদীপ চ্যাটার্জী। ১১৪ রানে আউট হলেন সুদীপ। এদিন সুদীপের সঙ্গে শতরান করেন ভারতীয় লাল দলের অভিনব মুকুন্দও।

আরও পড়ুন- বছরের প্রথম ওয়ানডে হ্যাটট্রিক, কে করলেন?

এদিকে, লোধা কমিটির সঙ্গে সংঘাতে ভেস্তে যেতে পারে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বার্ষিক সাধারণ সভা। বাইশে অগাস্ট বিসিসিআই ওয়ার্কিং কমিটিতে সিদ্ধান্ত হয়  ২১ সেপ্টেম্বর হবে বার্ষিক সাধারণ সভা। কিন্তু লোধা কমিটি  আগেই জানিয়ে দিয়েছিল আগে পনেরোই অক্টোবরের মধ্যে বিসিসিআই-এর সংবিধান সংশোধন করত হবে। তারপর বোর্ডের নির্বাচন হবে। কিন্তু বোর্ড তা না মানায় ক্ষুব্ধ লোধা কমিটি। তারা আঠাশে অগাস্ট জরুরি বৈঠক ডেকেছে। জানা গেছে সেই  বৈঠকে বিসিসিআই-এর বিরুদ্ধে যে অভিযোগগুলো জমা পড়েছিল তা নিয়ে আলোচনায় বসবে সদস্যরা।

আরও পড়ুন- গোলাপি বলের সমস্যা

ভারতের ক্রিকেট মহলের আশঙ্কা বিসিসিআই নির্বাচন বাতিল করতেই আটঘাট বেধে ময়দানে নেমেছে লোধা কমিটি। সেক্ষেত্রে লোধা কমিটি নিজস্ব ক্ষমতা প্রয়োগ করে বিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভা বাতিল করতে পারে। বিসিসিআই-এর এক শীর্ষ কর্তা জানিয়েছেন সব সম্ভবনার কথা  মাথায় রেখেই এগোচ্ছে বোর্ড। সেকারনেই তারা সপ্তাহখানেক এগিয়ে এজিএমের তারিখ ঘোষণা করেছেন। সেরকম হলে আইনি পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করবে বিসিসিআই।

.