Brett Lee, Team India: 'বিশ্বের সেরা গাড়ি গ্যারেজে রেখেই ভারত বিশ্বকাপ খেলতে এসেছে!'

টি-২০ বিশ্বকাপের দলে উমরান মালিককে না রেখে ভারত বড় ভুল করেছে। সাফ বলে দিলেন কিংবদন্তি অজি পেসার ব্রেট লি। তাঁর মতে ক্যাঙারুর দেশে উমরানের গতি সম্পদ হতে পারত।

Updated By: Oct 12, 2022, 06:38 PM IST
Brett Lee, Team India: 'বিশ্বের সেরা গাড়ি গ্যারেজে রেখেই ভারত বিশ্বকাপ খেলতে এসেছে!'
উমরানকে ভারতীয় দলে চাইছেন লি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) পর টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2022) থেকে চোটের জন্য ছিটকে গিয়েছেন জোরে বোলার দীপক চাহারও (Deepak Chahar)। অস্ট্রেলিয়ায় উড়ে যাচ্ছেন পেসার ত্রয়ী- মহম্মদ শামি, (Mohammed Shami) মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও শার্দূল ঠাকুর (Shardul Thakur)। তবে বিশ্বকাপের দল বাছতে বড় ভুল করে ফেলেছে ভারত। এমনই মত অজি কিংবদন্তি স্পিডস্টার ব্রেট লি'র (Brett Lee)। লি সাফ বলছেন অস্ট্রেলিয়ার বিমানে থাকা উচিত ছিল দেশের এক্সপ্রেস বোলার উমরান মালিকের (Umran Malik)। লি জানিয়ে দিলেন, অস্ট্রেলিয়ার গতিশীল পিচে উমরান সম্পদ হতে পারত। 

লি এক দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, 'উমরান মালিক ১৫০ কিমি প্রতি ঘণ্টায় বল করতে পারে। আমার বক্তব্য একটাই, বিশ্বের সেরা গাড়ি গ্যারেজে রেখেই ভারত বিশ্বকাপ খেলতে এসেছে! তাহলে সেই গাড়ি রেখে কী লাভ? টি-২০ বিশ্বকাপের দলে উমরানকে নেওয়া উচিত ছিল। উমরানের বয়স কম, আগুনে পেস আছে। তারওপর ১৫০ কিমি প্রতি ঘণ্টায় বল করার ক্ষমতা। ওকে দলে নিক ভারত। অস্ট্রেলিয়ায় বল কথা বলে। কেউ ১৪০ কিমি প্রতি ঘণ্টায় বল করে, আরেকজন ১৫০ কিমি প্রতি ঘণ্টায় করছে। ফারাক আছে বিস্তর। মাথায় রাখতে হবে জসপ্রীত বুমরা পিঠের চোটের জন্য ছিটকে গিয়েছে। ভারতের বিশ্বকাপ জেতার স্বপ্নে কিন্তু বিরাট ধাক্কা এটা। আমি একবারও বলছি না যে, ভারত বুমরাকে ছাড়া পারবে না। দারুণ দল ওদের। তবে বুমরা থাকলে দল অনেক বেশি শক্তিশালী। ও না থাকায় ভুবনেশ্বর কুমারদের ওপর অনেক চাপ পড়বে।'

আরও পড়ুন: Deepak Chahar, T20 World Cup 2022: বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন চাহার

শ্রীনগরের তরুণ পেসার উমরানকে বিশ্বকাপের দলে দেখতে চেয়েছেন ভারতের কিংবদন্তি স্পিনার হরভজন সিংও। তাঁর মতে অস্ট্রেলিয়ার বাউন্সি পিচে উমরান ভারতের তুরুপের তাস হতে পারেন। চলতি বছর আইপিএলে দুরন্ত পারফর্ম করেই শ্রীনগরের বছর বাইশের জোরে বোলার জাতীয় দলে সুযোগ পেয়েছেন। আইপিএল ফিফটিনে একেবারেই মেলে ধরতে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ। তবে বল হাতে বাইশ গজে বিপক্ষের ব্যাটারদের বুঝে নিয়েছিলেন উমরান। তাঁর আগুনে বোলিংয়ের মোকাবিলা করতে সমস্যায় পড়েছেন অনেকেই। ১৪ম্যাচ থেকে ২২টি উইকেট নেন 'শ্রীনগর এক্সপ্রেস'। সেই সুবাদে জাতীয় দলের দরজাও খুলে গিয়েছিল জম্মু-কাশ্মীরে  বোলারের। 

নিজেদের ঘরের মাঠে ভারত পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলেছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। সেই সিরিজে উমারন ছিলেন রিজার্ভ বেঞ্চেই। কিন্তু বিদেশের মাটিতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয় তাঁর। সানরাইজার্সের জার্সিতে আইপিএলের প্রতি ম্য়াচেই চমকে দিয়েছিলেন তরুণ পেসার উমরান। তাঁর আগুনে পেস ও লাইন লেন্থে মোহিত হয়েছিল বাইশ গজ। ডেইল স্টেইনের শিষ্য ছিলেন আলোচনায়। উমরান এখনও পর্যন্ত দেশের হয়ে তিনটি টি-২০ ম্যাচ খেলে পেয়েছেন দুই উইকেট। গত জুলাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ট্রেন্টব্রিজে তিন ম্যাচের টি-২০ সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচই ছিল উমরানের দেশের জার্সিতে শেষ ম্যাচ।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.