Virat Kohli, BGT 2023: বিতর্কিত আউটের পর কী খেয়ে মেজাজ ঠাণ্ডা করলেন বিরাট? দেখুন ভাইরাল ভিডিয়ো

আম্পায়ার নিতিন মেনন তাঁকে লেগ বিফোর আউট দিতেই ক্ষোভে ফেটে পড়েছিলেন। তবে ছোলে বটুরে দেখেই তাঁর রাগ একেবারে গলে জল! হেড কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে কিছু একটা নিয়ে আলোচনা করছিলেন বিরাট।

Updated By: Feb 19, 2023, 09:17 AM IST
Virat Kohli, BGT 2023: বিতর্কিত আউটের পর কী খেয়ে মেজাজ ঠাণ্ডা করলেন বিরাট? দেখুন ভাইরাল ভিডিয়ো
ভালো শুরু করেও বড় রান করতে পারেননি বিরাট কোহলি। ছবি: টুইটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিল্লির (Delhi) ছেলে বলে কথা। ছোলে বটুরের (Chhole Bhature) সঙ্গে প্রেম থাকা তো স্বাভাবিক। বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গেও এই বিশেষ খাবার জড়িয়ে আছে। ছোটবেলা থেকে দিল্লির হেন কোনও জায়গা নেই যেখান থেকে তিনি ছোলে বটুরে খেয়ে দেখেননি। তবে গত কয়েক বছর স্বাস্থ্য সচেতন বিরাট, তাঁর প্রিয় খাবার বর্জন করেছেন। কিন্তু পুরোপুরি ছোলে বটুরে-কে ছেড়ে থাকতে পারলেন না। চলতি বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy 2023) দ্বিতীয় টেস্টেই সেটা বোঝা গেল। বিতর্কিত আউট হয়ে যখন তাঁর মেজাজ গরম হয়ে আছে, তখন এই বিশেষ খাবার টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন অধিনায়কের মুখে ফিরিয়ে আনল হাসি। সেই ভিডিয়ো ভাইরাল হতে সময় নেয়নি। 

আম্পায়ার নিতিন মেনন তাঁকে লেগ বিফোর আউট দিতেই ক্ষোভে ফেটে পড়েছিলেন। তবে ছোলে বটুরে দেখেই তাঁর রাগ একেবারে গলে জল! হেড কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে কিছু একটা নিয়ে আলোচনা করছিলেন বিরাট। ঠিক তখনই তাঁর কাছে ছোলে বটুরে নিয়ে আসেন ড্রেসিংরুমে থাকা এক ব্যক্তি। ‘ইয়েস’ হাত তালির মতো অভিব্য়ক্তিতে যেন বোঝালেন, ‘এরই তো অপেক্ষা করছিলাম।’ কোহলির এমন রিয়্যাকশনে হাসি আটকাতে পারেননি দ্রাবিড়ও। 

আরও পড়ুন: Ravichandran Ashwin, BGT 2023: দিল্লির বাইশ গজে এবার কোন নতুন রেকর্ড গড়লেন অশ্বিন? জেনে নিন

আরও পড়ুন: WATCH | Virat Kohli | BGT 2023: ৪৪ রানে থামানো হল কোহলিকে! নেটিজেনরা ফুঁসছেন হতশ্রী আম্পায়ারিংয়ে

সেই ভিডিয়ো ভাইরাল হতেই সঞ্জয় মঞ্জরেকর বলেন, ‘একেই বলে স্ট্রেস কমানোর ওষুধ’। এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে দিল্লিতে বেড়ে ওঠা কোহলি জানিয়েছেন, ছোলে বটুরে তাঁর কতটা পছন্দের, বিশেষ করে রামকে ছোলে বটুরে। দিল্লিতেই হচ্ছে দ্বিতীয় ম্যাচ। কোহলির এই অভিব্য়ক্তি নিয়ে নানা মিমও ছড়িয়ে পড়ে। তাঁর রাগ গলে জল! 

অবশ্য এই ঘটনা সামনে আসার আগে বিতর্কিত সিদ্ধান্তে ৪০ রানে ফিরে যান বিরাট। ভারতের ইনিংসের ৫০ নম্বর ওভারে কুনেম্যানের বল ফ্রন্ট ফুটে সোজা খেলেছিলেন তিনি। বল ডিপ করে, দেখে মনে হয় বল প্রথমে বিরাটের প্যাডে লেগেছে। যদিও দু'টি আওয়াজ পাওয়া গিয়েছিল। কিন্তু অনফিল্ড আম্পায়ার মাইকেল গফ মনে করেন যে, তিনি আউট ছিলেন। তবে বিরাট নিশ্চিত ছিলেন যে, তিনি আউট হননি। সঙ্গে সঙ্গে তিনি ডিআরএস নেন। আলট্রাএজ দেখিয়ে দেয় যে, বল ব্যাটে লেগেছে। যদিও বল ব্যাটে লেগেছে না প্যাডে লেগেছে, তা কিন্তু পরিষ্কার ছিল না। তবে তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ মনে করেন যে, বল প্রথমে প্যাডে লেগেছে। তিনি টিভি ডিরেক্টরকে নির্দেশ দেন বল ট্র্যাকার দেখাতে। দু'টি রেড দেখা গিয়েছিল ও আম্পায়ারের কল ছিল বল স্টাম্পে লাগার ভিত্তিতেই। কোহলিকে ফিরতেই হয়। তবে তিনি সাজঘরে ফিরে যখন রিপ্লাই দেখেন, তখন হতাশায় ভেঙে পড়েন তিনি। রবি শাস্ত্রীও ধারাভাষ্য দিতে গিয়ে প্রাক্তন শিষ্যের আউটের সিদ্ধান্ত ঠিক ছিল না বলেই মনে করেছিলেন। এরপর থেকে হতাশা চেপে রাখতে পারেননি। সাজঘরে ফিরে আসে ক্ষোভ উগরে দিয়েছিলেন। তবে প্রিয় ছোলে বটুরেকে হাতের কাছে পেয়েই 'কিং কোহলি'-র মুখে ফিরে এল একগাল হাসি। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.