চ্যালেঞ্জার থেকে বিদায় বাংলা, হতাশ সৌরভ

চ্যালেঞ্জার ট্রফি থেকে বিদায় নিল বাংলা। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে বাংলাদেশের কাছে ৭৪ রানে হেরে যান লক্ষ্মীরতন শুক্লারা। এদিন প্রথমে ব্যাট করে বাংলাদেশ আট উইকেটে ৩০৯ রান করে। বাংলাদেশের পক্ষে নাসির হুসেন ৭৪ রান করেন। বাংলার ইরেজ সাক্সেনা তিনটি উইকেট পেয়েছেন। জবাবে মাত্র ২৩৫ রানে অলআউট হয়ে যায় বাংলা। বাংলার পক্ষে একমাত্র সুদীপ চ্যাটার্জি ৬৬ রান করেন। এই হারের জন্য দলগত পারফরম্যান্সকেই দায়ী করেছেন বাংলার ক্রিকেটাররা।

Updated By: Oct 30, 2014, 08:19 PM IST

ওয়েব ডেস্ক: চ্যালেঞ্জার ট্রফি থেকে বিদায় নিল বাংলা। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে বাংলাদেশের কাছে ৭৪ রানে হেরে যান লক্ষ্মীরতন শুক্লারা। এদিন প্রথমে ব্যাট করে বাংলাদেশ আট উইকেটে ৩০৯ রান করে। বাংলাদেশের পক্ষে নাসির হুসেন ৭৪ রান করেন। বাংলার ইরেজ সাক্সেনা তিনটি উইকেট পেয়েছেন। জবাবে মাত্র ২৩৫ রানে অলআউট হয়ে যায় বাংলা। বাংলার পক্ষে একমাত্র সুদীপ চ্যাটার্জি ৬৬ রান করেন। এই হারের জন্য দলগত পারফরম্যান্সকেই দায়ী করেছেন বাংলার ক্রিকেটাররা।
              
শুক্রবার চ্যালেঞ্জারের শেষ ম্যাচে মুম্বই মুখোমুখি হবে কর্নাটকের। এই ম্যাচে কর্নাটক জিতলে শনিবার মুম্বই-কর্নাটক ফাইনালে খেলবে। আর কর্নাটক হারলে বাংলাদেশে ফাইনালে পৌছে যাবে। কারণ রান রেটে বাংলাদেশ দ্বিতীয় স্থানে রয়েছে। ফলে এদিনই বাংলার বিদায় নিশ্চিত হয়ে যায়।
                 

চ্যালেঞ্জারে খারাপ পারফরম্যান্সের জন্য কাঠগড়ায় নির্বাচকরা। বাংলাদেশের কাছে হারের পর বাংলার কয়েকজন সিনিয়র ক্রিকেটার দল নির্বাচন নিয়ে ক্ষোভ উগরে দেন। এমনকী নির্বাচকদের মধ্যে দলাদলির অভিযোগও তুলেছেন কেউ কেউ। যদিও নির্বাচক কমিটির চেয়ারম্যান রাজু মুখার্জি বর্তমান দলটির উপরই ভরসা রাখছেন। তিনি বলেন সিনিয়র ক্রিকেটাররা যেমন দল চেয়েছেন তেমনই দল দেওয়া হয়েছে।
                 
বাংলা দলের চ্যালেঞ্জারের পারফরম্যান্সে হতাশ সিএবির যুগ্মসচিব সৌরভ গাঙ্গুলিও। নির্বাচক কমিটির চেয়ারম্যান রাজু মুখার্জি জানিয়েছেন সৌরভ গাঙ্গুলির সঙ্গে কথা বলে দু একদিনের মধ্যে বিজয় হাজারে ট্রফির দল ঘোষনা করা হবে।

.