Ben Stokes: ঘরে একাকী স্ত্রী-সন্তানরা, আচমকাই মুখোশধারীদের হানা... সব হারিয়ে আর্তনাদ স্টোকসের
Ben Stokes house burgled by masked robbers with wife and kids inside: বেন স্টোকস সব হারিয়ে আর্তনাদ করছেন নেটপাড়ায়! স্টোকস শিউরে ওঠা ঘটনার কথা লিখলেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সর্বস্ব খুইয়ে পথে বসলেন ইংরেজ অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)! নেটপাড়ায় গা শিউরে ওঠা ঘটনার কথা লিখে আর্তনাদ করছেন স্টোকস! তিনি তখন পাকিস্তানে ছিলেন তিন ম্য়াচের টেস্ট সিরিজ খেলার (England tour of Pakistan 2024-25) জন্য়। মুলতানে পাকিস্তান-ইংল্য়ান্ড দ্বিতীয় টেস্ট চলাকালীনই (Pakistan vs England, 2nd Test at Multan) পথে বসেন স্টোকস!
স্টোকস তাঁর এক্স হ্য়ান্ডেলে লিখেছেন, 'একটি আবেদন, গত ১৭ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় কয়েকজন মুখোশধারী আমার উত্তর পূর্ব ক্যাসেল ইডেন বাড়িতে ডাকাতি করে। তারা গয়না, অন্যান্য মূল্যবান জিনিসপত্র এবং ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে পালিয়েছে। চুরি যাওয়া একাধিক জিনিসের সঙ্গেই আমার এবং আমার পরিবারের আবেগ জড়িয়ে রয়েছে। যা অপরিবর্তনীয়। চোরদের খুঁজে বার করার জন্য় এই আবেদন। সবচেয়ে খারাপ ব্য়াপার হল যে, আমার স্ত্রী এবং দু'টি ছোট বাচ্চা বাড়িতে থাকাকালীন এই ঘটনা ঘটেছে। সৌভাগ্যক্রমে পরিবারের কারোর কোনও শারীরিক ক্ষতি হয়নি। তবে এই অভিজ্ঞতায় তারা মানসিক ভাবে ভেঙে পড়েছে। আমি ভাবছি এর পরিণতি আরও কত খারাপ হতে পারত! আমি চুরি যাওয়া কিছু জিনিসের ফটোও দিছি। আশা করি সহজে যাতে চেনা যেতে পারে। আশা করছি আমরা এভাবে দোষীদের খুঁজে পেতে পারি। এই ছবিগুলি দেওয়ার কারণই হচ্ছে চোরদের ধরে ফেলা। অনুগ্রহ করে সকলে এগিয়ে আসুন।' স্টোকস পুলিসকে ধন্যবাদ জানিয়ে বলেছেন যে, তারা অপরাধীদের ধরার আপ্রাণ চেষ্টা করছে।
পাকিস্তানে তিন টেস্টের সিরিজ খেলতে গিয়েছিল ইংল্যান্ডে! মুলতানে ব্রিটিশরা ৪৭ রানে হারিয়েছিল আয়োজকদের। প্রথম টেস্টের পর আর দাঁত ফোটাতে পারেনি। দ্বিতীয় টেস্টে পাকিস্তান ১৫২ রানে জিতে সিরিজে সমতায় ফিরে এসেছে। শনিবার রাওয়ালপিন্ডিতে, ৯ উইকেটে তৃতীয় টেস্ট জিতে, ২-১ ব্যবধানে সিরিজ পকেটে পুরে ফেলেন শান মাসুদরা! পাকিস্তান তাদের ক্রিকেট ইতিহাসে, এই নিয়ে দ্বিতীয়বার প্রথম টেস্ট খুইয়েও তিন ম্যাচের টেস্ট সিরিজ জিতল। শেষবার ১৯৯৫ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে তারা চমকে দিয়েছিল। এবার তারা করে দেখাল ইংরেজদের বিরুদ্ধে। ২০১৫ সালের নভেম্বরে পাকিস্তান শেষবার ইংরেজদের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতেছিল। ৯ বছর পর তারা ফের 'ব্রিটিশ বধ' করল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়- পাকিস্তান ২০২১ সালের পর ঘরের মাঠে টেস্ট সিরিজ জিতল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)