আবু ধাবিতে KKR-মুম্বইয়ের অনুশীলন নিয়ে নাটক! IPL চেয়ারম্যানের মধ্যস্থতায় মিলল অনুমতি

আবু ধাবির স্থানীয় প্রশাসনের কোভিড প্রটোকল অনুযায়ী সেখানে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানা গিয়েছে।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Aug 28, 2020, 12:49 PM IST
আবু ধাবিতে KKR-মুম্বইয়ের অনুশীলন নিয়ে নাটক! IPL চেয়ারম্যানের মধ্যস্থতায় মিলল অনুমতি
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন:  আবু ধাবির কোভিড প্রটোকলে টানাপোড়েন। সমস্যায়  আইপিএল-এর দুই দল- কলকাতা নাইট রাইডার্স আর মুম্বাই ইন্ডিয়ান্স। আমিরশাহি পৌঁছে আইসোলেশন পর্ব শেষ, কিন্তু মাঠে নামার অনুমতি পাওয়া যায়নি। বোর্ডের নিয়ম মতো ছয় দিনের কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হলেও আবু ধাবির স্থানীয় প্রশাসনের কোভিড প্রটোকল অনুযায়ী সেখানে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানা গিয়েছে। ফলে আরও সাত দিন কোয়ারেন্টিনে নাকি থাকতে হবে দীনেশ কার্তিক -রোহিত শর্মাদের। এই নিয়ে বৃহস্পতিবার দিনভর নাটক চলে।

 

বৃহস্পতিবার দিনভর নাটকের পর রাতের দিকে কলকাতা এবং মুম্বই দুই দলকেই অনুশীলনের অনুমতি দেওয়া হয়েছে। আজ থেকে অনুশীলনে নামতে পারবেন রোহিত শর্মা দীনেশ কার্তিকরা। কিন্তু প্রশ্ন কেন এমনটা হল? আবু ধাবির কোভিড প্রোটোকল কি জানা ছিল না কলকাতা ও মুম্বই ফ্র্যাঞ্চাইজির! পরিস্থিতি সামাল দিতে দুবাই উড়ে গিয়েছেন আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। সঙ্গে গেছে হেমাঙ্গ আমিনও। তাঁদের হস্তক্ষেপেই শেষ পর্যন্ত সমাধান সূত্র বেরিয়ে এসেছে, বলে বোর্ড সূত্রে খবর।

 

আবুধাবিতে করোনা প্রটোকল বাড়তি। সেখানে করোনা পরীক্ষার নিয়মও আলাদা। দুবাই কিংবা শারজা থেকে যতবার ক্রিকেটাররা আবু ধাবিতে ঢুকতে যাবেন, ততবারই তাঁদের করোনা পরীক্ষা দিতে হবে। যেটা দুবাই শারজার ক্ষেত্রে কিন্তু নেই। তাই আবু ধাবির নিয়মকানুন দেখে বোর্ড এখন কিছু ম্যাচ বদলানোর কথা ভাবছে। আর তাই আইপিএল-এর চূড়ান্ত ক্রীড়া সূচি প্রকাশ করতে দেরি হচ্ছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-সচিন-বিরাট নন! ভারতের সর্বকালের সেরা ক্রিকেটার বেছে নিলেন সুনীল গাভাসকর

.