গোল্ড কোস্টে সোনার সকালে উজ্জ্বল গৌরব-সঞ্জীব
শনিবার সকালে ভারতের সোনার দৌড় শুরু হয় মেরি কমের হাত ধরে। এরপর বক্সিংয়ে পুরুষদের ৫২ কেজি বিভাগে সোনা জিতলেন গৌরব সোলাঙ্কি।
নিজস্ব প্রতিবেদন : গোল্ড কোস্টে শনিবার সোনার সকাল ভারতের। মেরি কমের পাঞ্চে কমনওয়েলথ গেমসে ১৮ নম্বর সোনা এসেছে ভারতের ঘরে। সোনার সংখ্যাটা বিশে নিয়ে গেলেন বক্সার গৌরব সোলাঙ্কি এবং শুটার সঞ্জীব রাজপুত।
আরও পড়ুন- গোল্ড কোস্টে সোনা জিতলেন মেরি কম
শনিবার সকালে ভারতের সোনার দৌড় শুরু হয় মেরি কমের হাত দিয়ে। এরপর বক্সিংয়ে পুরুষদের ৫২ কেজি বিভাগে সোনা জিতলেন গৌরব সোলাঙ্কি। ফাইনালে নর্দান আয়ারল্যান্ডের ব্রেন্ডন আইরভিনকে হারিয়ে দেশের গর্ব বাড়ালেন বক্সার গৌরব। ভারতীয় পুরুষ বক্সার হিসেবে তিনিই প্রথম কমনওয়েলথ গেমসে সোনা জয়ের নজির গড়লেন।
A great day for our boxers! Congratulations to Gaurav Solanki on winning gold in men’s 52 kg and to Amit Panghal for bagging silver in men’s 46-49 kg category at #GC2018 #PresidentKovind
— President of India (@rashtrapatibhvn) April 14, 2018
সেই সঙ্গে শুটিংয়ে সোনার দৌড় অব্যাহত ভারতের। শনিবার ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে সোনা জিতলেন নেভি অফিসার সঞ্জীব রাজপুত। এদিন খুব ভাল শুরু করতে না পারলেও শেষপর্যন্ত বাজিমাত্ করলেন ৩৭ বছর বয়সী সঞ্জীব। ৪৫৪.৫ স্কোর করে গেমস রেকর্ডও গড়েন তিনি।
Proud of you, Sanjeev Rajput! Congratulations on winning gold in men’s 50m Rifle 3 Positions at #GC2018Shooting #PresidentKovind
— President of India (@rashtrapatibhvn) April 14, 2018