বাঙালি বিয়ের আসরে কোয়েলের গল্ফ গ্রিনের বাড়িতে বাঙালি মতে বিয়ে। এর আগেই গুরুদ্বারে পঞ্জাবি মতে বাঁধা পড়েছেন দু`জনে।
3/9
বিয়ের প্রথম পর্বে কোয়েল-নিসপাল পয়লা ফেব্রুয়ারি ২০১৩। দুপুর ১২টা। রাসবিহারীর গুরুদ্বারে শুরু পঞ্জাবি মতে বিয়ে।
4/9
গুরুদ্বারে পঞ্জাবি মতে বিয়ের আসর গুরুদ্বারে চলছে রীতি মেনে বিয়ে। রয়েছে পুরো পরিবার।
5/9
গ্রন্থসাহিব পাঠ শুনছেন কোয়েল-নিসপাল রাসবিহারীর গুরুদ্বারে শুক্রবার দুপুরে গাঁটছড়া বাঁধলেন কোয়েল মল্লিক ও নিসপাল সিং রানে। পাগড়ি, সেহেরায় সজ্জিত পঞ্জাবি পাত্র প্রথা মেনে নিয়েছিলেন কৃপাণও। লাল লেহেঙ্গা ও লাল চূড়ায় পাক্কা পঞ্জাবি কনে বেশে সেজেছিলেন কোয়েলও।
6/9
পঞ্জাবি রীতি কোয়েলকে বুঝিয়ে দিচ্ছেন নিসপাল বিয়ের আগের দিনই একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে আংটি বদল পর্ব। প্রাক বিবাহ এই বিশেষ অনুষ্ঠানে সোনালি ডিজাইনার পাড় লাল শাড়ি ও সোনার নেকলেস বেছে নিয়েছিলেন কোয়েল।
7/9
বিয়ের আসরে কোয়েল-নিসপাল বিয়ের আগের দিনের আংটি বদল অনুষ্ঠানে দেব, জিতের মতো টলিউডের মেগা তারকারা ছাড়াও শুভেচ্ছা জানাতে মুম্বই থেকে উড়ে এসেছিলেন মৌসুমী চট্টোপাধ্যায়, তারকা দম্পতি বরখা-ইন্দ্রনীল সেনগুপ্তও।
8/9
বিয়ে তখন শেষের মুখে গুরুদ্বারে প্রথা মেনে পঞ্জাবির বিয়ের পর শুক্রবার রাতেই বাঙালি মতেও বাঁধ পড়বেন কোয়েল-নিসপাল। রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাবে বসবে সেই বিয়ের আসর।
9/9
বিয়ের পর প্রথম ছবি বিয়ের পর বন্ধুদের সঙ্গে কোয়েল-নিসপাল। রয়েছেন দেবও। শনিবার রয়েছে তাজ বেঙ্গলে রিসেপশনে পার্টি। টলিপাড়ার তারকা ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধব মিলিয়ে প্রায় ১১০০ নিমন্ত্রিত সেই মেগা ইভেন্টে।