দায় স্বীকার হিজবুল মুজাহিদ্দিনের ঘটনার দায় স্বীকার করে নিয়েছে জঙ্গি সংগঠন হিসবুল মুজাহিদ্দিন। কাশ্মীরের জনজীবনে প্রভাব ফেলতেই ফিদাইন হামলা চালানো হয়। তিন বছর পর ফের জঙ্গি হামলার স্বীকার হল শ্রীনগর।
2/6
নিশানায় পাকিস্তান কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব আর পি সিং দাবি করেন, সীমার ওপার থেকে পরিকল্পনা করা হয়েছিল এই হামলার।
3/6
নিহত পাঁচ সেনা জওয়ান
গুলি বিনিময়ে নিহত পাঁচ সেনা জাওয়ান। পাল্টা আক্রমণে পরাস্ত দুই ফিদাইন জঙ্গিও। আহত ৭।
4/6
গুলির লড়াই দীর্ঘক্ষণ চলে গুলির লড়াই। খালি করে দেওয়া হয় ক্যাম্পের পাশের স্কুল।
5/6
ক্রিকেটার সেজে হামলা বনধের শ্রীনগরে আরও বেশি করে জনজীবনে প্রভাব ঘটাতে ক্রিকেটার সেজে ঢুকে পড়ে দু জঙ্গি। পিঠের ব্যাগে অস্ত্র ছিল তাঁদের।
6/6
সিআরপিএফ ক্যাম্পে জঙ্গি হামলা সকাল সারে দশটা। বনধ চলছে কাশ্মীরের রাজধানীতে। শুনশান শহর। আচমকাই সিআরপিএফ ক্যাম্পে হামলা চালায় দুই জঙ্গি।